(Source: ECI/ABP News/ABP Majha)
হার্দিক পটেলের বিরুদ্ধে জামিন-অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি গুজরাতের আদালতের
মেহসানা (গুজরাত): স্থানীয় বিজেপি বিধায়কের দফতরে ভাঙচুর চালানোর অভিযোগে পতিদার আন্দোলনের অন্যতম মুখ হার্দিক পটেলের বিরুদ্ধে জামিন-অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করল গুজরাতের একটি আদালত।
আসন্ন গুজরাত বিধানসভা নির্বাচনে কংগ্রেসের সঙ্গে গাঁটছড়া বাঁধতে পারেন হার্দিকের সংগঠন বলে জোর জল্পনা। তার মধ্যেই বুধবার, পতিদার অনামত আন্দোলন সমিতির আহ্বায়ক হার্দিক, সর্দার পরেল গ্রুপের আহ্বায়ক লালজি পটেল সহ মোট সাতজনের বিরুদ্ধে জামিন-অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করেন দায়রা আদালতের বিচারক ভি পি অগ্রবাল।
হার্দিক সহ অন্যান্যদের বিরুদ্ধে অভিযোগ, ২০১৫ সালের জুলাই মাসে পতিদার আন্দোলন চলাকালীন বিসনগরের বিজেপি বিধায়ক ঋষিকেশ পটেলের দফতরে ভাঙচুর চালান তাঁরা। এই মামলায় ইতিমধ্যেই জামিন পেয়েছেন হার্দিকরা।
কিন্তু, মামলার শুনানিতে দু-দুবার ব্যক্তিগত হাজিরা না দেওয়ায় এদিন আদালত অভিযুক্তদের বিরুদ্ধে জামিন-অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করে। এদিন হার্দিকের আইনজীবী দাবি করেন, ব্যস্ত সূচির জন্যই আদালতে হাজির হতে পারেননি তিনি। যদিও, আদালত সেই দাবি খারিজ করে দিয়েছে।
এর আগে, আন্দোলনের প্রাণকেন্দ্র মেহসানায় হার্দিক পটেলের প্রবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করে আদালত।