এক্সপ্লোর
‘বন্দেমাতরম’ প্রথমে বাংলা না সংস্কৃত-কীসে লেখা হয়? জানতে চাইল মাদ্রাজ হাইকোর্ট

চেন্নাই: দুশো বছরেরও আগে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ‘বন্দেমাতরম’ গানটি লিখেছিলেন। কিন্তু গানটি আদতে বাংলা, না সংস্কৃতে লেখা হয়েছিল- তা নিয়ে দ্বিধায় পড়েছে মাদ্রাজ হাইকোর্ট। সংশয়ের অবসান ঘটাতে তামিলনাড়ুর অ্যাডভোকেট জেনারেলের সাহায্য চাইলেন বিচারপতি এম ভি মুরলীধরন। আসলে তামিলনাড়ুতে সরকারি স্কুলগুলিতে শিক্ষক নিয়োগের পরীক্ষায় এ নিয়ে একটি প্রশ্ন এসেছিল। সেই প্রশ্নের সঠিক উত্তর তিনি দিলেও প্রাপ্য নম্বর মেলেনি বলে অভিযোগ করে এক বিএড স্নাতক হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। কে বীরামণি নামে ওই পরীক্ষার্থী বলেছেন, উত্তরপত্রে তিনি লিখেছেন যে, ‘বন্দেমাতরম’ বাংলাতে লেখা হয়েছিল। কিন্তু বোর্ড সেই উত্তরকে ভুল আখ্যা দিয়েছে। এর ফলে মাত্র ১ নম্বরের জন্য তিনি শিক্ষক পদে নিয়োগ হওয়া থেকে বঞ্চিত হয়েছেন। বীরামণি আদলতে বলেছেন, তাঁর পড়া সমস্ত বইতেই বলা হয়েছে যে, ‘বন্দেমাতরম’ প্রথমে বাংলাতেই লেখা হয়েছিল। তাই তাঁর ওই উত্তর সঠিক বলে বিবেচনা করে প্রাপ্য নম্বর দেওয়ার দাবি জানিয়েছেন তিনি। মামলার শুনানিতে বীরামণির কৌসুলি বলেন, বঙ্কিমচন্দ্র বাংলা ও সংস্কৃত-উভয় ভাষাতেই ‘বন্দেমাতরম’ গানটি লিখেছিলেন। কিন্তু সরকারি কৌসুলি দাবি করেন, ‘বন্দেমাতরম’ প্রথমে সংস্কৃতেই লেখা হয়। পরে তা বাংলাতে অনুবাদ করা হয়। দুই পক্ষের যুক্তি শোনার পর রাজ্যের অ্যাডভোকেট জেনারেলকে আদালতে এসে সঠিক উত্তর জানানোর নির্দেশ দিয়েছেন। মামলার পরবর্তী শুনানি ১১ জুলাই।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















