এক্সপ্লোর
Advertisement
এলাহাবাদ পুরনিগমে তুলকালাম বন্দেমাতরম নিয়ে
এলাহাবাদ: এলাহাবাদ পুরনিগমে এবার বিতর্ক বন্দেমাতরম সঙ্গীত নিয়ে। প্রস্তাব জমা পড়ে, পুরনিগমের কাজকর্ম শুরুর আগে বন্দেমাতরম গান বাধ্যতামূলক করতে হবে। এরপরেই বিক্ষোভে ফেটে পড়েন সমাজবাদী পার্টির পুরপ্রতিনিধিরা।
এর আগে মীরাট ও বারাণসী পুরনিগমেও এই ইস্যুতে তুমুল হট্টগোল হয়েছিল। গতকাল এলাহাবাদ পুরনিগমের বিজেপি প্রতিনিধি গিরিশঙ্কর প্রভাকর প্রস্তাব পেশ করেন, নিগমের কাজকর্ম শুরু ও শেষের আগে জাতীয় সঙ্গীত গাইতে হবে। কিন্তু এর তুমুল বিরোধিতা করেন এসপি-র দুই প্রতিনিধি আথার রাজা ও সুশীল যাদব। অশান্তির জেরে কয়েক ঘণ্টা অধিবেশন বন্ধ থাকে।
ফের অধিবেশন বসলে মেয়র এই প্রস্তাবে সম্মতি দেন। বিজেপির অভিযোগ, বন্দেমাতরম গাওয়ার সময় প্রতিবাদী পুরপ্রতিনিধিরা উঠেও দাঁড়াননি। মেয়র জানিয়েছেন, ওই সময়ের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হবে। যদি দেখা যায়, জাতীয় সঙ্গীতের অবমাননা হয়েছে, তবে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।
এসপি-র আথার রাজা অবশ্য নিজেদের অবস্থান সমর্থন করেছেন। তাঁর অভিযোগ, বন্দে মাতরম নিয়ে বরাবরই রাজনীতি করে আসছে বিজেপি। তাঁদের বিক্ষোভ জাতীয় সঙ্গীতের বিরুদ্ধে নয়, এই পুরবোর্ডের মেয়াদ শেষ হতে যখন আর মাত্র কয়েক মাস, তার আগে নতুন নিয়ম চালু করার যৌক্তিকতা নিয়ে তাঁরা প্রশ্ন তুলেছেন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
স্বাস্থ্য
জেলার
ক্রিকেট
জেলার
Advertisement