এক্সপ্লোর
সরকারি সুবিধা মেলেনি, অভিযোগ, অধিগৃহীত জমি ফেরত চেয়ে রক্ত দিয়ে মোদীকে চিঠি বারাণসীর কৃষকদের

নয়াদিল্লি: সরকারি সুবিধা, ক্ষতিপূরণ না পাওয়ার অভিযোগ তুলে সরকারি প্রকল্পের জন্য অধিগৃহীত জমি ফেরত চেয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি বারণসীর কৃষকদের। গতকাল ৫০ জনের বেশি চাষি নিজেদের রক্ত দিয়ে ওই চিঠি লিখেছেন।৮ এপ্রিল পর্যন্ত তাঁরা চিঠি লিখবেন। তারপর চিঠিগুলি বারাণসীতে প্রধানমন্ত্রীর সংসদীয় অফিসে পাঠিয়ে দেওয়া হবে।কয়েক হাজার কৃষক চিঠি দেবেন। প্রধানমন্ত্রীর নিজের সংসদীয় কেন্দ্রের চাষিদের পাঠানো এমন এক রক্তে লেখা চিঠিতে বলা হয়েছে, কালি বলে ভেবে ভুল করবেন না। রক্ত দিয়ে চিঠি লিখছি।জমি ফেরত চাই, তবে ভিখিরি ভাববেন না আমাকে। ২০০৩ সালে বারাণসীর ট্রান্সপোর্ট নগর পলিসির আওতায় বৈধ পদ্ধতি-প্রক্রিয়া না মেনে ১১৯২ জন চাষির জমি জোর করে অধিগ্রহণ করা হয়, বারাণসী উন্নয়ন কর্তৃপক্ষের অধীনে বেআইনি ভাবে নথিভুক্ত করা হয় বলে অভিযোগ। কিন্তু আজ পর্যন্ত কাজ শুরু হয়নি। বারবার বলা সত্ত্বেও সরকারি সুযোগ সুবিধা পাননি, তাই দীর্ঘদিনের আন্দোলনের পর বাধ্য হয়েই রক্তে লেখা চিঠি পাঠাচ্ছেন বলে জানিয়েছেন কৃষকরা। গতকাল উত্তরপ্রদেশ কিষাণ ক্ষেত মজদুর কংগ্রেসের মঞ্চে যোগ দিয়েছেন তাঁরা। এই চিঠির পরও জমি ফেরত না পেলে আত্মহত্যার হুঁশিয়ারি দিয়েছেন চাষিরা।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















