অযোধ্যা বিবাদে রবিশঙ্করের মধ্যস্থতা মানব না, জানিয়ে দিলেন বেদান্তি
![অযোধ্যা বিবাদে রবিশঙ্করের মধ্যস্থতা মানব না, জানিয়ে দিলেন বেদান্তি Vedanti rejects Ravi Shankar’s mediation in Ayodhya dispute অযোধ্যা বিবাদে রবিশঙ্করের মধ্যস্থতা মানব না, জানিয়ে দিলেন বেদান্তি](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2017/10/30182118/vedanti.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
সম্ভল (উত্তরপ্রদেশ): রাম-মন্দির ইস্যুতে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করতে ইচ্ছাপ্রকাশ করা আর্ট অফ লিভিং প্রতিষ্ঠাতা শ্রীশ্রী রবিশঙ্করের আবেদনকে খারিজ করলেন আন্দোলনের অন্যতম মুখ তথা প্রাক্তন বিজেপি সাংসদ রামবিলাস বেদান্তি।
উত্তরপ্রদেশে কাল্কি মহোৎসবে যোগ দিতে আসা বেদান্তি জানিয়ে দেন, এই মামলায় মধ্যস্থতাকারী হওয়ার যোগ্যতা নেই রবিশঙ্করের। তিনি বলেন, শ্রীশ্রী কোনওদিনই এই আন্দোলনের সঙ্গে জড়িত ছিলেন না। ফলে, আমরা তাঁর মধ্যস্থতা স্বীকার করছি না।
গত সপ্তাহে, শ্রীশ্রী রবিশঙ্কর জানিয়েছিলেন, তাঁর সঙ্গে একাধিক ইমাম ও নির্মোহী আখড়ার আচার্য রামদাস সহ বহু স্বামীর যোগাযোগ হয়েছে। রাম মন্দির বিবাদে আদালতের বাইরে সমাধানসূত্র বের করতে তিনি মধ্যস্থতা করতে রাজি।
এই প্রেক্ষিতে এদিন বেদান্তির প্রশ্ন, যে ব্যক্তি কোনওদিন এই আন্দোলনের সঙ্গে জড়াননি এবং কখনও রামলালার দর্শন করেননি, তিনি কী করে মন্দির নির্মাণের বিষয়ে মধ্যস্থতা করতে পারেন? প্রাক্তন বিজেপি সাংসদ যোগ করেন, এই আন্দোলন করতে গিয়ে আমরা জেলে গিয়েছি, গৃহবন্দি থেকেছি, মামলা করেছি। শ্রীশ্রী কিছুই করেননি।
বেদান্তি বলেন, আমরা চাই মুসলিম ধর্মীয় নেতারা এগিয়ে আসুন। একসঙ্গে বসে এই বিষয়ে আলোচনা করব। আমরা চাই, হিন্দু ও মুসলিম একসঙ্গে এই বিবাদের সমাধান বের করুক। সহমতের ভিত্তিতে তৈরি হোক রাম-মন্দির। বেদান্তি জানান, প্রথম থেকে এই আন্দোলন চালিয়ে আসছে রাম জন্মভূমি ন্যাস এবং বিশ্ব হিন্দু পরিষদ। তাঁর মতে, আলোচনার প্রথম সুযোগ এই দুই সংগঠনের পাওয়া উচিত।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)