এক্সপ্লোর
Advertisement
আমার কাজে খুঁত বের করতে না পেরে প্রতিহিংসা! জেডি (ইউ), বিজেপিকে তোপ তেজস্বীর
পটনা: নীতীশকুমারের দল জেডি(ইউ),বিজেপি-কে তোপ তেজস্বী যাদবের। গতকালই তেজস্বীর বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগের ইস্যুতে ইস্তফা দিয়ে লালু্প্রসাদ যাদবের আরজেডি-র সঙ্গ ছেড়েছেন নীতীশ। ফের বিজেপিকে সঙ্গী করে আজই নতুন করে মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন তিনি।
আর তারপরই লালু-পুত্র তথা বিহারের প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী তেজস্বীর ট্যুইট, আমার পারফরম্যান্স আমাদের শরিক, বিজেপিকে উদ্বেগে ফেলে দিয়েছিল। আমার কাজে বিন্দুমাত্র খুঁত বের করতে না পেরে
আমার বিরুদ্ধে এমন নীচুমানের সুবিধাবাদ, প্রতিহিংসা। এতে ওদের কুচক্রী চেহারাই বেরিয়ে পড়ল।
Much to their dismay,they wer unable to point a single lacuna in my performance.So resorted to low level vindictive & opportunistic politics
— Tejashwi Yadav (@yadavtejashwi) July 27, 2017
আরেকটি ট্যুইটে লেখেন, বিহারের জনগণের নতুন ইতিহাস তৈরি হবে। সেই বাসনা থেকেই সাদা মনে সরকারে যোগ দিয়েছিলাম। কিন্তু দেখলাম, আমার সঙ্গী যারা, তারা শুধুই সুবিধাবাদী, সুযোগসন্ধানী।
গতকাল বেশ রাতেই রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠির সঙ্গে দেখা করে সরকার গঠনের দাবি জানায় জেডি (ইউ) ও বিজেপি। তেজস্বী তখনও কটাক্ষ করে বলেন, আগাম ষড়যন্ত্র করেই নতুন জোটে শপথ গ্রহণ করতে চলেছে।
I entered in govt with a clean slate with a keen desire of writing a positive story for people of Bihar, only to find an opportunist rival!
— Tejashwi Yadav (@yadavtejashwi) July 27, 2017
আজ আরেকটি ট্যুইটেও তেজস্বী লেখেন, অতীতের বোঝা, যুক্তিহীন হলেও আমায় বিব্রত করেনি, যখন আমায় মানুষের প্রত্যাশা পূরণের দায়িত্ব দেওয়া হয়।
গতকাল রাতে কেশরীর সঙ্গে দেখা করে আরজেডি একক বৃহত্তম দল হওয়া সত্ত্বেও তাদের বাদ রেখে নীতীশকে সরকার গড়তে ডাকারও প্রতিবাদ জানান তেজস্বী। নীতীশকে শপথ গ্রহণের দুদিনের মধ্যে শক্তি পরীক্ষায় সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দিতে হবে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
স্বাস্থ্য
জেলার
ক্রিকেট
জেলার
Advertisement