উপরাষ্ট্রপতি পদে শপথ নিলেন বেঙ্কাইয়া নাইডু
নয়াদিল্লি: শুক্রবার উপরাষ্ট্রপতি পদে শপথ নিলেন বেঙ্কাইয়া নায়ডু। ১৫ তম উপ-রাষ্ট্রপতি হলেন তিনি।
রাষ্ট্রপতি ভবনের দরবার হলে আজ সকাল ১০টায় ৬৮ বছরের বেঙ্কাইয়াকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। শপথ গ্রহণে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ মন্ত্রীসভার সদস্যরা। উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা।
এদিন চিরাচরিত শ্বেতশুভ্র পোশাকে দেখা যায় বেঙ্কাইয়াকে। পঞ্চদশ উপ-রাষ্ট্রপতি হলেও, তিনি ১৩ তম ব্যক্তি, যিনি এই পদে আসীন হলেন। কারণ, তাঁর পূর্বসূরী হামিদ আনসারি ও প্রয়াত এস রাধাকৃষ্ণণ দুবার করে এই পদে আসীন হন।
উপরাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী প্রার্থী গোপালকৃষ্ণ গাঁধীকে হারিয়ে জয়ী হন এনডিএ প্রার্থী বেঙ্কাইয়া। এদিন শপথগ্রহণ অনুষ্ঠানে হাজির ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, লোকসভা স্পিকার সুমিত্রা মহাজন, প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ, রাজ্যসভায় বিরোধী দলনেতা গুলাম নবি আজাদ, প্রবীণ বিজেপি নেতা লালকৃষ্ণ আডবাণী, একাধিক কেন্দ্রীয় মন্ত্রী, রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রী।
উপস্থিত ছিলেন একাধিক রাজনৈতিক ব্যক্তিত্বও। ছিলেন সমাজবাদী পার্টি নেতা মুলায়ম সিংহ যাদব, এনসিপি-র তারিক আনোয়ার, সিপিআই-এর ডি রাজা, তৃণমূলের সুদীপ বন্দ্যোপাধ্যায় ও ডেরেক ও ব্রায়েন এবং এডিএমকে-র ও পনীরসেলভম। উপস্থিত ছিলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল।
অন্ধ্রপ্রদেশের নেল্লোরে কৃষক পরিবারে জন্ম নেওয়া নাইডুর রাজনৈতিক কেরিয়ার চার দশকের বেশি সমৃদ্ধ। দীর্ঘদিন রাজ্যসভার সাংসদ থেকেছেন। পাশাপাশি, বিজেপি সভাপতির দায়িত্ব সামলেছেন। কেন্দ্রীয় মন্ত্রিসভার বিভিন্ন মন্ত্রকের মন্ত্রী থেকেছেন।