হিন্দু সমাজ থেকে অস্পৃশ্যতা দূর করার ডাক বিশ্ব হিন্দু পরিষদের

হরিদ্বার: হিন্দু সমাজকে অস্পৃশ্যতামুক্ত করতে অঙ্গীকারবদ্ধ হল বিশ্ব হিন্দু পরিষদ বা ভিএইচপি।
বৃহস্পতিবার থেকে হরিদ্বারে শুরু হয়েছে সংগঠনের তিনদিনের সম্মেলনে। সেখানেই সর্বসম্মতভাবে প্রস্তাব গৃহীত হয় যে, এমন এক সমন্বিত ও সমৃদ্ধ হিন্দু সমাজ গড়ে তোলা হবে, যেখানে অস্পৃশ্যতার কোনও জায়গা থাকবে না।
সম্মেলনের সভাপতিত্ব করেন জগদগুরু শঙ্করাচার্য স্বামী বাসুদেবনন্দ মহারাজ। সেখানে সকলেই অঙ্গীকারবদ্ধ হন যে, হিন্দু সমাজকে সব ধরনের অস্পৃশ্যতা ও বিভাজনের কালো ছায়া থেকে মুক্ত করতে হবে।
প্রস্তাবে বলা হয়েছে, হিন্দু সমাজে কোনওদিন অস্পৃশ্যতা গ্রহণযোগ্য হয়নি। কারণ, হিন্দু সমাজ সকলকে গ্রহণ করতে শিখিয়েছে। সব হিন্দু এক।
প্রস্তাবে উল্লেখ করা হয়, সকল হিন্দুকে ঐক্যবদ্ধ হয়ে থাকতে হবে। জাতপাত না দেখে হিন্দুদের উচিত মন্দিরের ও অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানের দরজা সকলের জন্য উন্মুক্ত করা।
প্রসঙ্গত, তিনদিনের সম্মেলনের মূল আলোচ্যসূচি হল দেশজুড়ে গো-হত্যা নিষিদ্ধ করা, অস্পৃশ্যতা থেকে মুক্তি এবং দ্রুত অযোধ্যায় রাম-মন্দির নির্মাণ। সম্মেলনে অংশ নেন প্রবীণ ভিএইচপি নেতা প্রবীণ তোগাড়িয়া, দীনেশ চন্দ্র প্রমুখ।






















