দেখুন ভিডিও: রাতে গ্রামের রাস্তায় ঘুরে বেড়াচ্ছে একপাল সিংহী! ঘুম উধাও আমরেলির বাসিন্দাদের
আমদাবাদ: রাতের অন্ধকারে শিকারের খোঁজে বেরিয়েছে একপাল সিংহী। অনেকেই মনে করছেন এ তো প্রতিরাতের ছবি। এতে আর নতুনত্ব কী? কিন্তু, এই বিচরণস্থল যদি অভয়ারণ্য না হয়ে লোকালয় হয়! তাহলে??
আর ঠিক এমনটাই ঘটেছে গুজরাতে। সম্প্রতি, গির অভয়ারণ্য সংলগ্ন আমরেলি জেলার রামপাড়া গ্রামের রাস্তায় রাতে বেরিয়ে পড়ছে সিংহীরা। খাবারের খোঁজে! আর তাতেই রাতের ঘুম উড়ে গিয়েছে গ্রামবাসীদের। ভয়ে তটস্থ হয়ে পড়েছেন সকলে।
খবরে প্রকাশ, মঙ্গলবার রাতে আমরেলিতে প্রায় ১২টি সিংহীকে গ্রামের রাস্তায় ঘোরাফেরা করতে দেখা যায়। পশুরানীদের ওই দৌড়াদৌড়ি ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়।
দেখুন সেই রোমহর্ষক ভিডিও:
[embed]https://twitter.com/ANI/status/898053580166266880[/embed]বন দফতরের আধিকারিকরা জানান, গির অভয়ারণ্যের পশ্চিমাঞ্চল থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে অবস্থিত এই রামপাড়া গ্রাম। তাঁদের মতে, সম্ভবত গরুর খোঁজেই এলেছিল ওই সিংহীর পাল। তবে, কোনও ক্ষতি না করেই তারা বনে ফিরে যায় বলে জানা গিয়েছে।
প্রসঙ্গত, ১,৪০০ বর্গ কিলোমিটার বিস্তৃত এই গির অভয়ারণ্য হল এশিয়াটিক লায়নের একমাত্র প্রাকৃতিক বিচরণক্ষেত্র। যদিও, এই তথ্য নিয়ে বিন্দুমাত্র ভাবতে রাজি নন রামপাড়াবাসী। সিংহীদের রাতের কাণ্ডকারখানায় এখন বিনিদ্র রজনী কাটাচ্ছেন তাঁরা। এই বুঝি পশুরানী এল বলে...!