এক্সপ্লোর
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
ভিন রাজ্য থেকে ফেরা লোকজন মানছে হোম কোয়ারেন্টিন? দেখতে নজরদারি দল বেঙ্গালুরুতে
হোম কোয়ারেন্টিনের নিয়ম ভেঙ্গে কেউ বাইরে বেরলে প্রথমে তাঁদের সতর্ক করা হবে। তবে তার পরেও নিয়ম মানা নিয়ে অনীহা দেখালে তাঁদের কোনও সরকারি প্রতিষ্ঠানে কোয়ারেন্টিনে পাঠানো হবে। চিকিৎসার সমস্ত খরচও নেওয়া হবে রোগীর থেকেই। পাশাপাশি এফআইআর-ও করা হবে।
![ভিন রাজ্য থেকে ফেরা লোকজন মানছে হোম কোয়ারেন্টিন? দেখতে নজরদারি দল বেঙ্গালুরুতে Vigilance Squads in Bengaluru to check coronavirus quarantine violation ভিন রাজ্য থেকে ফেরা লোকজন মানছে হোম কোয়ারেন্টিন? দেখতে নজরদারি দল বেঙ্গালুরুতে](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2020/06/11181242/corona.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
বেঙ্গালুরু: গত কয়েকদিন ধরে বেঙ্গালুরুতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। যার জন্য নড়েচড়ে বসেছে বৃহৎ বেঙ্গালুরু মহানগর পালিকে (বিবিএমপি)। অতিমারী সংক্রমণের গতি প্রতিহত করতে নজরদারি বাড়াচ্ছে তারা। এর জন্য ‘নজরদারি দল’ তৈরি করা হয়েছে। ভিন রাজ্য থেকে ফেরা লোকজন হোম কোয়ারেন্টিনের নিয়ম মানছেন কি না, তার ওপর কড়া নজর রাখবে এই দল।
গত ১৫ দিনে বেঙ্গালুরুতে ৪৭০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। যা দেখে তৎপর রাজ্য প্রশাসন। পশুপালন দফতরের সচিব ক্যাপ্টেন পি মনিবন্ননকে প্রধান করা হয়েছে নজরদারি দলের। প্রযুক্তির সাহায্যে তাঁরা দেখছেন, ভিন রাজ্য থেকে ফেরা পরিযায়ী শ্রমিকরা হোম কোয়ারেন্টিনের নিয়ম মানছেন কি না। বেঙ্গালুরুতে মোট ৫০টি নজরদারি দল তৈরি করা হয়েছে। প্রত্যেক দলে ১৫জন করে সদস্য আছেন।
বিবিএমপি-র কমিশনার অনিল কুমার জানিয়েছেন, হোম কোয়ারেন্টিনের নিয়ম ভেঙ্গে কেউ বাইরে বেরলে প্রথমে তাঁদের সতর্ক করা হবে। তবে তার পরেও নিয়ম মানা নিয়ে অনীহা দেখালে তাঁদের কোনও সরকারি প্রতিষ্ঠানে কোয়ারেন্টিনে পাঠানো হবে। চিকিৎসার সমস্ত খরচও নেওয়া হবে রোগীর থেকেই। পাশাপাশি এফআইআর-ও করা হবে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)