এক্সপ্লোর
Advertisement
জম্মুবাসীর আশা-আকাঙ্খা, দাবিদাওয়া উপেক্ষা করছে, অভিযোগ তুলে মেহবুবার দল ছাড়লেন প্রথম সারির নেতা
জম্মু: মেহবুবা মুফতির দল পিপলস ডেমোক্র্যাটিক পার্টি (পিডিপি) থেকে ইস্তফা প্রথম সারির নেতা বিক্রমাদিত্য সিংহের। পিডিপি বর্তমানে বিজেপির সঙ্গে জোট সরকার চালাচ্ছে জম্মু ও কাশ্মীরে। কিন্তু দল 'জম্মুর মানুষের আশা-আকাঙ্খা, দাবিদাওয়া, প্রত্যাশা উপেক্ষা করছে' বলে অভিযোগ তুলেছেন বিক্রমাদিত্য।
কাশ্মীরের শেষ ডোগরা শাসক মহারাজা হরি সিংহের নাতি তিনি। ২০১৫-র আগস্টে মেহবুবার প্রয়াত পিতা পিডিপি সভাপতি মুফতি মহম্মদ সঈদের উপস্থিতিতে ওই দলে যোগ দিয়েছিলেন বিক্রমাদিত্য। রাজ্য বিধান পরিষদের সদস্যও তিনি।
এদিন তিনি সাংবাদিকদের বলেন, অবিলম্বে যাতে গৃহীত হয়, সেই আবেদন সহ দলীয় সভাপতি মেহবুবা মুফতিকে ইস্তফাপত্র পাঠিয়েছি। আমার আর পিডিপি-র সদস্য থাকা নৈতিক ভাবে উচিত নয় বলে মনে করি।
প্রবীণ কংগ্রেস নেতা করণ সিংহের পুত্র বিক্রমাদিত্য বলেন, গত বেশ কয়েক মাস ধরে সামগ্রিক ভাবে গোটা রাজ্য এবং বিশেষ করে জম্মুর পরিস্থিতি নিয়ে প্রকাশ্যেই নিজের উদ্বেগ জানিয়েছি, কিন্তু দল কোনও গুরুত্বই দেয়নি।
তিনি যেসব ইস্যু তুলেছিলেন, সেগুলির মধ্যে জম্মুতে বেআইনি অনু্প্রবেশকারী রোহিঙ্গাদের পাকাপাকি বসতি স্থাপন, প্রয়াত মহারাজা হরি সিংহের জন্মবার্ষিকীতে সরকারি ছুটি ঘোষণার মতো বিষয়ও রয়েছে বলে জানিয়েছেন বিক্রমাদিত্য।
তিনি ইস্তফাপত্রে লিখেছেন, জম্মুর মানুষের দাবিদাওয়া, আশাআকাঙ্খা লাগাতার উপেক্ষা করে চলা দলে আর থাকা সম্ভব নয় আমার পক্ষে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement