গ্রামের প্রত্যেক বাড়িতে শৌচাগার নির্মাণের প্রতিজ্ঞাপূরণ করে বিয়ে করলেন যুবক
নাসিক (মহারাষ্ট্র): মহারাষ্ট্রের নাসিক জেলার হিভারে গ্রামের তরুণ গ্রামসেবক কিশোর বিভূতের নাম হয়ত কেউ শোনেননি। কিন্তু, আজ বছর ছাব্বিশের এই যুবক নিজের গ্রামে কোনও কিংবদন্তির চেয়ে কম নন।
প্রধানমন্ত্রীর স্বচ্ছ ভারত অভিযানে অনুপ্রাণিত হয়ে কিশোর প্রতিজ্ঞা করেছিলেন, যতদিন না গ্রামের প্রত্যেক বাড়িতে শৌচাগার নির্মাণ হবে, ততদিন বিয়ে করবেন না।
জেলার তথ্য আধিকারিক কিরণ মোঘে জানান, তিন বছর আগে হিভারে গ্রামের ৩৫১টি বাড়ির মধ্যে ১৭৪টিতে শৌচাগার ছিল। সেই সময় জেলা পরিষদের একটি বৈঠকে কিশোর প্রতিজ্ঞা করেছিলেন, যতদিন না গ্রামের বাকি ১৭৭টি বাড়িতে শৌচাগারের ব্যবস্থা করছেন বিয়ে করবেন না।
সম্প্রতি, লাতুর জেলার সঙ্গম গ্রামে বিয়ে করেছেন তিনি। তবে, তার আগে নিজের প্রতিজ্ঞাও পূরণ করেছেন। গত বছরই হিভারে গ্রামের প্রতিটি বাড়িতে নির্মিত হয়েছে স্থায়ী শৌচাগার।
কিশোরের নাম আজ গ্রামবাসীদের মুখে মুখে ফিরছে।