এক্সপ্লোর
Advertisement
৩৪৬ টাকায় ২৮ জিবি ডেটা , আনলিমিটেড কল, নয়া অফার ভোডাফোনের
নয়াদিল্লি: জিও-কে টেক্কা দিতে আকর্ষণীয় অফার নিয়ে এল টেলিকম কোম্পানি ভোডাফোন। এই ট্যারিফ প্ল্যানে প্রতি মাসে ৩৪৬ টাকায় দৈনিক ১ জিবি ৪ জি ডেটা ও আনলিমিটেড কলের সুবিধার কথা জানিয়েছে ভোডাফোন। এর বৈধতা ২৮ দিন। জিও-র থেকে এক ধাপ এগিয়ে এই অফার ভোডাফোন তাদের সব গ্রাহকদেরই দিচ্ছে। জিও-র অফার যেখানে শুধুমাত্র তাদের প্রাইম সেগমেন্ট গ্রাহকদের জন্য। সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে এ কথা জানা গিয়েছে। এই অফার আগামী ১৫ মার্চ পর্যন্ত থাকবে বলেও খবর।
টেলিকম বাজারে জিও-র প্রবেশের পর ডেটা ট্যারিফ নিয়ে টেলিকম সংস্থাগুলির মধ্যে প্রতিযোগিতা শুরু হয়েছে। এয়ারটেল, আইডিয়া-র পর এবা ভোডাফোন তাদের গ্রাহকদের জন্য সস্তা দরে ডেটা ও কল ট্যারিফ নিয়ে এল।
জিও তাদের প্রাইম প্ল্যানের আওতায় মাসে ৩০৩ টাকায় প্রতিদিন ১ জিবি ডেটা ও আনলিমিটেড মেসেজ ও কলিংয়ের সুবিধা দিচ্ছে। ৪৯৯ টাকায় মাসে দৈনিক ২ জিবি ৪ জি ডেটা ও আনলিমিটেড কলিংয়ের অফার রয়েছে জিও-র।
ভোডাফোন জানিয়েছে, ভিন্ন ভিন্ন ধরনের সেগমেন্টের গ্রাহকদের কথা মাথায় রেখে এই নয়া প্ল্যান চালু করা হয়েছে। এর মাধ্যমে গ্রাহকরা তাঁদের প্রয়োজন মতো ডেটা ব্যবহারের সুযোগ পাবেন।
সম্প্রতি আইডিয়া সেলুলার মাসে ৩৪৫ টাকায় ১৪ জিবি ৪ জি ডেটা ও আনলিমিটেড কলিংয়ের ট্যারিফ প্ল্যান ঘোষণা করেছিল। এয়ারটেলও তাদের গ্রাহকদের জন্য ১৪৫ টাকার ট্যারিফ প্ল্যান নিয়ে এসেছে। এতে মাসে ১৪ জিবি ৪জি বা ৩ জি ডেটা ও এয়ারটেল থেকে এয়ারটেলে আনলিমিটেড কলিংয়ের সুবিধা রয়েছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement