এক্সপ্লোর
Advertisement
কাশ্মীরে শান্তি ফেরাতেই হবে, হিংসা বরদাস্ত নয়, বললেন রাজনাথ
শ্রীনগর: কাশ্মীরের মানুষ অশান্তি চান না। কিন্তু তাঁদের যাবতীয় সদিচ্ছা বরবাদ করে দিচ্ছে হাতে গোনা কয়েকজন। শ্রীনগরে জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতির বাসভবনে তাঁর সঙ্গে সাক্ষাৎ করে যৌথ সাংবাদিক বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ এ কথা বললেন। রাজনাথ বলেছেন, ছোটরা ছোটই। যদি তারা হাতে পাথর তুলে নেয়, তবে তাদের কাউন্সেলিং করাতে হবে। ছোটদের হাতে বই, কলম ও কম্পিউটার থাকা উচিত, পাথর নয়। কাশ্মীরের ভবিষ্যৎ না থাকলে ভারতেরও নেই। সকল কাশ্মীরীদের কাছে তাঁর অনুরোধ, উপত্যকার যুবসমাজের আগামী জীবন নিয়ে নয়ছয় করবেন না।
মুখ্যমন্ত্রী মুফতি বলেছেন, হিংসা দিয়ে কাশ্মীর সমস্যার সমাধান সম্ভব নয়। আলোচনার মাধ্যমেই এই সমস্যা মেটাতে হবে। ৯৫% জনতা শান্তি চাইলেও মাত্র ৫% সব বরবাদ করে দিচ্ছে বলে তাঁর অভিযোগ। রাজনাথও জানিয়েছেন, ক্ষিপ্ত জনতা হঠানোর জন্য পেলেট গানের বদলে অন্য কোনও অস্ত্র ব্যবহার যায় কিনা তা খতিয়ে দেখছে বিশেষজ্ঞ কমিটি। ৪দিনের মধ্যে রিপোর্ট দেবে তারা।
উপত্যকায় শান্তি ফেরাতে বিচ্ছিন্নতাবাদী হুরিয়ত কনফারেন্সের সঙ্গে কি কথা বলবে দিল্লি? জবাবে রাজনাথ জানিয়েছেন, মানবিকতার গণ্ডির বাইরে না গিয়ে সকলের সঙ্গে কথা বলতে ভারত সরকার প্রস্তুত। ৮ জুলাই হিজবুল জঙ্গি বুরহান ওয়ানির হত্যার পর থেকে কাশ্মীরে এখনও অশান্তি চলছে। পরিস্থিতি সরেজমিনে দেখতে দু’দিনের সফরে স্বরাষ্ট্রমন্ত্রী কাশ্মীর এসেছিলেন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
খুঁটিনাটি
Advertisement