এক্সপ্লোর
সিঙ্গাপুর যেতে চান? তৈরি করুন টয়লেট

ওসমানাবাদ: স্রেফ একটা টয়লেট তৈরি করে দিলেই হবে। তাহলেই এক্কেবারে বিনি পয়সায় সিঙ্গাপুর ঘুরে আসতে পারবেন আপনি। হ্যাঁ, এমনই স্বপ্ন দেখাচ্ছে মহারাষ্ট্রের ওসমানাবাদ জেলা পরিষদ। এ বছরের ২ অক্টোবরের মধ্যে ওসমানাবাদের ৭৩৪টি গ্রামেই টয়লেট তৈরি করে ফেলতে চায় জেলা পরিষদ। এমনিতে এই প্রকল্প বাস্তবায়িত করা কঠিন বুঝে নতুন একটি পরিকল্পনা করেছে তারা। তাতে বলা হয়েছে, এই জেলার টয়লেট তৈরি করা সব বাসিন্দার মধ্যে একটি লটারি হবে, জয়ী ৩২জনকে বিনা খরচায় ঘুরিয়ে আনা হবে সিঙ্গাপুর। জেলা পরিষদের দাবি, এর ফলে শুধু স্বাস্থ্য ও স্বচ্ছতার প্রতি মানুষের আগ্রহই বাড়বে না, তাঁরা আনন্দেরও কারণ পাবেন। ঝকঝকে পরিচ্ছন্নতার জন্যই গন্তব্য হিসেবে সিঙ্গাপুরকে বেছে নেওয়া হয়েছে। প্রশাসনের আশা, লটারি জেতা গ্রামবাসীরা সিঙ্গাপুর ঘুরতে গিয়ে সেখানকার সাফসুতরো রাস্তাঘাট দেখে অনুপ্রাণিত হবেন। কীভাবে হবে এই লটারি? হবে চারটি পর্যায়ে। প্রথম পর্যায়ে, এপ্রিলের শেষে তালুকের অন্তত ২৫ শতাংশ এলাকাকে খোলা স্থানে শৌচকর্ম থেকে মুক্ত করতে হবে। ১৫ অগাস্টের মধ্যে অন্তত ৫০ শতাংশ এর আওতায় আসবে। ১৭ সেপ্টেম্বরের মধ্যে ৭৫ শতাংশ। আর ২ অক্টোবরের মধ্যে গোটা তালুক। প্রতিটি পর্যায়ে লটারিতে বেছে নেওয়া হবে ৮টি করে গ্রামকে। এই ঘোষণার পর ওসমানাবাদে টয়লেট নির্মাণ নতুন প্রাণ পেয়েছে বলে জানা গিয়েছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন
POWERED BY
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের






















