এক্সপ্লোর
নদীতে অশোধিত বর্জ্য মামলা: রাজ্যকে ভর্ৎসনা সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি: পরিবেশ সংক্রান্ত মামলায় হলফনামা জমা না দেওয়ায় রাজ্য সরকারকে ভর্ৎসনা করল সুপ্রিম কোর্ট। দেশের নদীগুলিতে অপরিশোধিত বর্জ্য ফেলা নিয়ে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়। তার প্রেক্ষিতে সব রাজ্যকেই হলফনামা জমা দেওয়ার নির্দেশ দেয় সর্বোচ্চ আদালত। পশ্চিমবঙ্গ হলফনামা জমা না দেওয়ায় রাজ্য সরকারকে ভর্ৎসনা করে প্রধান বিচারপতি জে এস খেহর, বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় ও বিচারপতি এস কে কাউলকে নিয়ে গঠিত ডিভিশন বেঞ্চ। রাজ্যের পরিবেশ সচিবকে ২২ ফেব্রুয়ারি আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















