লকডাউনে শুনসান রাস্তায় বিশ্রামে চিতাবাঘ, ভিডিও তোলার চেষ্টা এক অত্যুৎসাহীর... তারপর?
লকডাউনের ৫০তম দিনে হায়দরাবাদের রাস্তায় দেখা মিলল চিতাবাঘের।
হায়দরাবাদ: লকডাউনের ৫০তম দিনে হায়দরাবাদের রাস্তায় দেখা মিলল চিতাবাঘের। হায়দরাবাদের মৈলরদ্দেবপল্লী আন্ডারপাসে ডিভাইডারের কাছে বিশ্রাম নিতে দেখে যায় এই বন্যপ্রাণকে। যা দেখার পর চোখ কপালে উঠেছে ওই অঞ্চলের বাসিন্দাদের। ভয়ে রাস্তা দিয়ে যাতায়েত পর্যন্ত বন্ধ করতে বাধ্য হয়েছে পথযাত্রীরা। এক অত্যুৎসাহী খুব কাছে থেকে চিতাবাঘের ভিডিও করতে গিয়ে আক্রান্ত হয়েছে বলেও জানা গিয়েছে।
চরণ তেজা নামের হায়দরাবাদের মৈলরদ্দেবপল্লীর এক বাসিন্দা ছাদ থেকে চিতাবাঘটির একটি ভিডিও করেন। সেখানে দেখা যায়, চিতাবাঘটি শুয়ে রয়েছে। তারপর হঠাৎ সেখান থেকে একলাফ...। ভিডিও পোস্ট করে চরণ তেজা লিখেছেন, “মৈলরদ্দেবপল্লী আন্ডারপাসের কাছে একটি চিতাবাঘ দেখা গিয়েছে। দেখে মনে হচ্ছিল চিতাবাঘটি অসুস্থ এবং আহত। এক ব্যক্তি চিতাবাঘের খুব কাছে চলে যায়। চিতাবাঘটি তার ওপর ঝাঁপিয়ে পড়ে।”
A leopard was spotted near Mailarddevpally underpass bridge it was seen lying near a median on road in Hyderabad. Apparently it was sick/injured, a person who went close to it got attacked by it. Forest Dept's spl teams were roped into rescue it. pic.twitter.com/IWCSbQ7Z03
— CharanTeja (@CharanT16) May 14, 2020
মৈলরদ্দেবপল্লীর স্টেশন হাউস অফিসার সংবাদমাধ্যমকে জানিয়েছেন, “কাছের একটি জঙ্গল থেকেই ওই চিতাবাঘটি এসেছিল। চিতাবাঘটি অসুস্থ ছিল এবং রাস্তার মাঝখানে বিশ্রাম করছিল। স্থানীয় কিছু মানুষ আমাদেরকে জানানোর পরই আমরা বনদফতরকে খবর দিই। জানা গিয়েছে চিতাবাঘটি ওই এলাকা ছেড়ে চলে গিয়েছে।”