এক্সপ্লোর
প্রবাসী ভারতীয়, কাজ থেকে ছুটি পাননি, বিয়ে সারলেন ওয়েবক্যামে
![প্রবাসী ভারতীয়, কাজ থেকে ছুটি পাননি, বিয়ে সারলেন ওয়েবক্যামে Watch Video No Leave At Work For Nri Attends Own Wedding In India On Webcam প্রবাসী ভারতীয়, কাজ থেকে ছুটি পাননি, বিয়ে সারলেন ওয়েবক্যামে](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2016/12/07124618/webcam-marriage.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নয়াদিল্লি: বর্তমান যুগের ব্যস্ত কর্মজীবনে প্রতিযোগিতায় টিকে থাকতে, প্রতিদিনই মানুষকে নানা যুদ্ধ করতে হয়। কাজ থেকে ছুটিতো এখন আর পাওয়াই যায় না। কিন্তু এমন পরিস্থিতিতেও জীবন এগিয়ে চলে। তাই কর্মক্ষেত্র থেকে ছুটি না মেলায়, অভিনব কায়দায় নিজের বিয়ে সারলেন এক প্রবাসী ভারতীয়। ওয়েবক্যামের মাধ্যমে নিজের বিয়ে সারলেন কেরলের কোল্লামের বাসিন্দা হ্যারিস। তিনি এখন কর্মসূত্রে সৌদি আরবে থাকেন।
সৌদি আরবে নিজের বিয়ের দিন কাজ সংক্রান্ত কারণে আটকে পড়েন হ্যারিস। ভারতে আসতে পারেন না। এধরনের পরিস্থিতিতে সাধারণত মানুষ বিয়ে বাতিল করে দেন, না হলে অন্য তারিখে বিয়ে করেন। কিন্তু হ্যারিস অভিনব কায়দায় সম্পন্ন করলেন তাঁর এই দায়িত্ব। ওয়েবক্যামের সাহায্যে ভিডিও কল করে বিয়ে করলেন তিনি।
সূত্রের খবর, বিয়েতে পাত্রের ভূমিকা পালন করেছেন হ্যারিসের বোন। বিয়ের রীতি অনুযায়ী সমস্ত জায়গায় পাত্রীর পাশে পাত্র হিসেবে দাঁড়িয়েছেন হ্যারিসের বোন। এমনকি পাত্রীর গলায় পবিত্র সুতোটিও তিনি বেঁধে দিয়েছেন।
হ্যারিস বিয়েটা ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারলেন কারণ, তিনি আসতে না পারলেও, তাঁর আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধবরা অনুষ্ঠানস্থলে এসে পড়েছিলেন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
হুগলি
খবর
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)