এক্সপ্লোর
Advertisement
সে কী ! বিধানসভায় হাতে হাত ধরে ঢুকলেন যোগী আদিত্যনাথ ও আজম খান, ভিডিও ভাইরাল
লখনউ: উত্তরপ্রদেশের বিবদমান শিবিরের দুই লড়াকু নেতা যোগী আদিত্যনাথ ও আজম খান। গৈরিক শিবিরের নেতা এখন রাজ্যের মুখ্যমন্ত্রী। অন্যজন রাজ্যের প্রাক্তন মন্ত্রী, বর্তমানে বিরোধী সমাজবাদী পার্টির বিধায়ক আজম খান। এই দুই নেতাই একে অপরের বিরুদ্ধে সরব। এবার তাঁদের রাজ্য বিধানসভায় হাতে হাত ধরে হাঁটতে দেখা গেল।
#UttarPradesh CM Yogi Adityanath, Azam Khan and Suresh Kumar Khanna earlier arrived at the state assembly as the Winter Session began today. pic.twitter.com/T2AdFgj3x1
— ANI UP (@ANINewsUP) December 14, 2017
রাজ্য বিধানসভার শীতকালীন অধিবেশনের প্রথম দিনে দেখা গেল এই রাজনৈতিক সৌজন্যের নজির। যোগী ও আজমের সঙ্গে ছিলেন বিজেপি নেতা সুরেশ কুমার খান্নাও। যোগী ও আজমকে বিধানসভার করিডোরে হাতে হাত মিলিয়ে হাঁটতে দেখে ততক্ষণে চলে আসেন সংবাদমাধ্যমের আলোকচিত্রীরাও। তাঁর দুই নেতাকে পোজ দেওয়ার আর্জি জানান। সেই আবদারও রাখেন তাঁরা।
জানা গেছে, যোগী ও আজম একই সময়ে বিধানসভা ভবনে আসেন এবং করিডোরে ঢোকার মুখে একে অপরের সঙ্গে দেখা হয়। পরস্পরের মধ্যে শুভেচ্ছা বিনিময় হয় এবং হাত ধরেই তাঁরা ভেতরে ঢোকেন।
যদিও এই সৌজন্য বেশিক্ষণ স্থায়ী হয়নি। অধিবেশন শুরু হতেই সপা নেতা সরকারের বিরুদ্ধে তোপ দাগেন এবং মেঝেতে ধর্ণাতেও বসে পড়েন।
যাই-ই হোক, দুই শিবিরের দুই নেতার তিক্ত বাকযুদ্ধের পরিপ্রেক্ষিতে বিধানসভার করিডোরের সৌজন্যের বার্তা নয়া মাত্রা যোগ করেছে। চলতি বছরের গোড়ার দিকে যখন যোগী বলেছিলেন, সূর্য নমস্কার ও নমাজ অনেকটা একই রকম। তখন আজম জানতে চেয়েছিলেন, যোগী কি সূর্য নমস্কারের বদলে নমাজ পাঠ করবেন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement