এক্সপ্লোর
Advertisement
দেখুন: এগিয়ে আসছে গাড়ি, ডানা মেলে ডিম আগলে রাখার মরিয়া প্রয়াস ছোট্ট পাখির
সন্তানের ভালোর জন্য যে কোনও মা-ই সবকিছু উজাড় করে দিতে পারেন। নিজের কী হবে, তার পরোয়া করেন না। সমস্ত কিছু বিপদ থেকে বুক আগলে সন্তানকে রক্ষা করেন মা। মায়ের মমতা, স্নেহ এজন্যই অনন্য।
নয়াদিল্লি: সন্তানের ভালোর জন্য যে কোনও মা-ই সবকিছু উজাড় করে দিতে পারেন। নিজের কী হবে, তার পরোয়া করেন না। যাবতীয় বিপদ থেকে বুক আগলে সন্তানকে রক্ষা করেন মা। মায়ের মমতা, স্নেহ এজন্যই অনন্য। পশু হোক বা পাখি বা মানুষ- সন্তানের প্রতি মায়ের এই মমতার কোনও ব্যতিক্রম নেই । আইএফএস অফিসার প্রবীণ কাসওয়ানের সম্প্রতি শেয়ার করা একটি ভিডিওতেই এর জ্বলন্ত উদাহরণ দেখা গিয়েছে। ভিডিও-র ক্যাপশনে লেখা হয়েছে, মায়ের ভালোবাসা একেই বলে। ডিম মাঠে পড়ে। তাই মা পাখি সেই জায়গা থেকে নড়েনি। ডিম আগলে ঠায় দাঁড়িয়ে থাকল। কৃষকদের তার মেশিন চালানোর ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হল।
৪৩ সেকেন্ডের ভিডিওতে দেখা গিয়েছে যে, একটি মেশিন এগিয়ে আসছে। একটি পাখি তার ডিম আগলে মাঠে বসে। মেশিনটি যত এগিয়ে আসছে, পাখিটি প্রাণপণে ডিমগুলি আগলানোর চেষ্টা করছে, ছোট্ট ডানা দুটি মেলে বর্ম গড়ে তোলার মরিয়া চেষ্টা করছে। নিজেকে বাঁচাতে উড়ে যাওয়ার কোনও চেষ্টাই সে করছে না। সর্বশক্তি দিয়ে তার সন্তানদের রক্ষার জন্য চেষ্টা করছে। আর তা দেখে কৃষককে সতর্ক হতে হল। তিনি মেশিনটিকে এমনভাবে এগিয়ে নিয়ে গেলেন যাতে, পাখিটি বা তার ডিমগুলির কোনও ক্ষতি না হয়।
That is what #mothers love is. The mother #bird decided not to move as her eggs were there in the field. She stood the ground. Farmer had to take special care of his machine. Old forward to cheer you up. pic.twitter.com/wtsiysXCow
— Parveen Kaswan, IFS (@ParveenKaswan) December 21, 2019
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
খবর
শিক্ষা
Advertisement