আসানসোল-রানিগঞ্জ অশান্তি: রাজ্য, পুলিশের ডিজিকে নোটিস জাতীয় মানবাধিকার কমিশনের

নয়াদিল্লি: রামনবমী উৎসব উপলক্ষ্যে আসানসোল ও রানিগঞ্জে হওয়া অশান্তি নিয়ে পশ্চিমবঙ্গ সরকারকে নোটিস পাঠাল জাতীয় মানবাধিকার কমিশন। একইসঙ্গে নোটিস পাঠানো হয়েছে রাজ্যের মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব এবং রাজ্য পুলিশের ডিজিকে।
এক বিবৃতির মাধ্যমে উদ্ভুত পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে কমিশন। নোটিসে অভিযোগ করা হয়েছে, অশান্তির শিকার হওয়া মানুষের স্বাধীনতা ও সম্মান রক্ষা করতে ব্যর্থ রাজ্য প্রশাসন।
পাশাপাশি, এসএসপি পদমর্যাদার নীচে নয় এমন এক পুলিশ আধিকারিকের নেতৃত্বে একটি বিশেষ টিম গঠন করে আসানসোল-রানিগঞ্জের অশান্ত এলাকায় পাঠিয়ে আসল পরিস্থিতি যাচাই করে তিন সপ্তাহের মধ্যে রিপোর্ট জমা দিতে ডিজি (তদন্ত)-কে নির্দেশ দিয়েছে কমিশন।
প্রসঙ্গত, রাম নবমীর মিছিলকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে রানিগঞ্জ-আসানসোল অঞ্চল। অশান্তিতে এক ব্যক্তির মৃত্যু হয়। ২ পুলিশ অফিসার আহত হন। স্বতঃপ্রণোদিতভাবে এই ঘটনায় তীব্র উদ্বেগ প্রকাশ করে রাজ্য প্রশাসনের গাফিলতিকেই দায়ী করে কমিশন।






















