এক্সপ্লোর
সন্ত্রাসে মদতদাতাদেরও নিন্দা করা উচিত: মোদী

নাইরোবি: সন্ত্রাসকে যারা মদত দেয়, নিন্দা তাদেরও করা উচিত, নাম না করে এভাবেই পাকিস্তানকে বিঁধলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নাইরোবি বিশ্ববিদ্যালয়ে আয়োজিত একটি অনুষ্ঠানে পড়ুয়াদের উদ্দেশ্যে তিনি বলেন, আমরা এমনই এক পৃথিবীতে বাস করি, যেখানে ঘৃণা, হিংসার প্রচারকরা সবসময় সামাজিক একতা ভেঙে দেওয়ার হুমকি দেয়। মৌলবাদী মতাদর্শ ছড়ানোর চেষ্টা করছে যারা, তাদের দিকে কেনিয়ার তরুণ প্রজন্মকে নজর রাখার কথাও বলেন তিনি। সেই সঙ্গে তিনি বলেন, সন্ত্রাসবাদের পাশাপাশি নিন্দা করা উচিত যারা সন্ত্রাস মদত দেয়। মোদী বলেন, উগ্রপন্থী মতাদর্শ বদলাতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তরুণ সমাজ। সম্প্রতি ঢাকায় জঙ্গি হামলার প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে এমনটা জানিয়েছেন তিনি। প্রসঙ্গত, মাঝেমধ্যেই সন্ত্রাসের শিকার হতে হয় কেনিয়াকে। সোমালিয়ার সীমান্তে হামলা চালায় জঙ্গিগোষ্ঠী আল-শাবাব। ২০১৩-এ নাইরোবির ওয়েস্টগেট মলে জঙ্গি হামলায় মৃত্যু হয় ৬৭ জনের। বক্তৃতা শুরুর আগে ওই বিশ্ববিদ্যালয়ে স্থাপিত গাঁধী মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধাজ্ঞাপন করেন মোদী।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















