এক্সপ্লোর
Advertisement
হিন্দুস্তানে যাঁরাই থাকেন, রীতি-ঐতিহ্যকে শ্রদ্ধা করেন, তাঁরাই হিন্দু, বললেন ভাগবত
বেতুল (মধ্যপ্রদেশ): যাঁরাই হিন্দুস্তানে বসবাস করেন, তার রীতি-ঐতিহ্যকে সম্মান করেন, তাঁরাই হিন্দু বলে এখানে আয়োজিত হিন্দু সম্মেলন উপলক্ষ্যে ভাষণে অভিমত জানালেন মোহন ভাগবত। আরএসএস প্রধান বলেন, যিনিই ভারতে থাকেন, তার রীতি-সংস্কার মানেন, তিনি হিন্দু। হতে পারে মুসলিমদের প্রার্থনার নিয়ম-পদ্ধতি ভিন্ন, কিন্তু তাদেরও জাতীয় পরিচয় হল, তারা হিন্দু। হিন্দুস্তানের ভাল-মন্দের দায় সব হিন্দুর। তিনি এও বলেন, গোটা বিশ্ব ভারতীয় সমাজকে হিন্দু বলে জানে। সব ভারতীয়ই হিন্দু। সত্ত্বায় আমরা সবাই এক।
সঙ্ঘ কর্ণধার দেশের মান-সম্মানের জন্য সব হিন্দুকেই সতর্ক থাকার ডাক দেন। বলেন, গোটা দুনিয়ায় বলা হয়, ভারত একদিন বিশ্বের গুরু হয়ে উঠবে। এই প্রেক্ষাপটে দেশের প্রতি দায় থাকে আমাদের। হিন্দুদের একজোট থাকতে হবে, মতবিরোধ দূর করতে হবে। আমাদের জাতি, উপজাতিগত পরিচয়, সম্প্রদায়, রীতি ও আচার অনুষ্ঠান আলাদা হতে পারে, কিন্তু হৃদয়ের ভাষা এক। জীবনে বৈচিত্র্য ভাল, তা দেখতে সুন্দর বটে, তবে তাতে ঐক্য থাকা জরুরি।
দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার শপথ নেওয়ার ডাক দিয়ে তিনি তাঁদের পরিবেশ, প্রকৃতি রক্ষার পাশাপাশি গর্বে দেশের মাথা উঁচু হয়, এমন কাজ করার আহ্বান জানান।
সামাজিক সম্প্রীতি রক্ষায় জোর দিয়ে ভাগবত বলেন, হিন্দুদের মধ্যে বিরোধ বহাল থাকলে সমাজের ভাল হওয়ার বদলে ক্ষতি হবে। মন্তব্য করেন, বাইরের বিশ্ব একজোট হচ্ছে, কিন্তু এ দেশে তা ঘটছে না।
আরএসএসের দ্বিতীয় সরসঙ্ঘচালক প্রয়াত মাধব সদাশিব গোলওয়ালকরের প্রতি শ্রদ্ধা জানান তিনি। মহাত্মা গাঁধী হত্যাকাণ্ডের পর ১৯৪৯ সালে তিনমাস গোলওয়ালকর যে কারাগারে বন্দি ছিলেন, সেখানে যান ভাগবত। তবে তাঁর এই যাওয়া নিয়ে আপত্তি তুলেছে মধ্যপ্রদেশ কংগ্রেস।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement