এক্সপ্লোর
Advertisement
বাচ্চার জন্য কেন বিধানসভা ভবনে আলাদা ঘর চান এই বিজেপি বিধায়ক?
নয়াদিল্লি: আইন থাকায় চলতি বছরের গোড়ায় অস্ট্রেলিয়ার সেনেটর ল্যারিসা ওয়াটার্সকে সেনেট কক্ষে অধিবেশন চলাকালেই বাচ্চাকে স্তন্যপান করাতে দেখা গিয়েছিল।
গত ৩ আগস্ট মা হওয়া অসমের শাসক দল বিজেপির বিধায়ক আঙুরলতা ডেকা অবশ্য অস্ট্রেলিয়ার মতো আইন চাইছেন না। তবে তানজানিয়ায় যেমনটি আছে, তেমনই বিধানসভা ভবনেই একটি আলাদা ঘরের বন্দোবস্ত করার দাবি করেছেন তিনি, যাতে বাচ্চাকে দুধ খাইয়ে আসতে পারেন, তাকে খিদেয় কষ্ট পেতে না হয়।
আঙুরলতা জানিয়েছেন, ৪ সেপ্টেম্বর অসম বিধানসভার বর্ষাকালীন অধিবেশন শুরু হওয়ার পর ঘন্টায় ঘন্টায় বাচ্চাকে দুধ খাওয়াতে বিধানসভা থেকে ওই কমপ্লেক্সে ৪৮ নম্বর কোয়ার্টারে ছুটে যাচ্ছেন, আবার সেখানে ফিরছেন।
দিনে তিন-চারবার এভাবে ছুটোছুটি করে ক্লান্ত আঙুরবালা বাচ্চাকে স্তন্যপান করানোর বিধানসভা ভবনেই ঘর চেয়ে আবেদন করেন রাজ্যের পরিষদীয় বিষয়ক মন্ত্রী চন্দ্রমোহন পাটোয়ারিকে।
আঙুরলতার বক্তব্য, আইনে মহিলারা ৬ মাসের মাতৃত্বকালীন ছুটি পায়। কিন্তু মহিলা বিধায়ক, সাংসদদের ক্ষেত্রে এই ছুটি প্রাপ্য নয়। তবে জনগণের সেবা করি, তাই ৬ মাস ছুটি নিয়ে আমায় ভোট দিয়ে জিতিয়েছেন যাঁরা, তাঁদের থেকে দূরে থাকতে পারব না।
সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানের কর্মরত মহিলাদের জন্যও সন্তানকে স্তন্যপান করানোর জন্য আলাদা কক্ষ থাকা উচিত বলে অভিমত তাঁর। আঙুরলতা বলেন, অন্তত এক বছর বয়স না হওয়া পর্যন্ত মায়ের বুকের দুধ খাওয়া থেকে বাচ্চাদের বঞ্চিত করা ঠিক নয়। তাই এজন্য আলাদা ঘর চাই।
তবে আঙুরলতার আবেদন মঞ্জুর হওয়া নিয়ে সংশয় রয়েছে। বিধানসভার স্পিকার হিতেন্দ্র নাথ গোস্বামী জানিয়েছেন, বিধানসভা ভবন থেকে বিধায়ক কোয়ার্টার মেরেকেটে ৩০০ মিটার দূরে। ইচ্ছা হলেই তিনি বাচ্চাকে গিয়ে দেখে আসতে পারেন। তাছাড়া, এমনিতেই বাচ্চাদের, একমাত্র ছুটির সময় ছাড়া বিধানসভায় ঢোকার অনুমতি নেই। তবে ওনার সমস্যা বুঝতে পারছি। কিন্তু আগেই বলেছি, ওনার কোয়ার্টার বেশ কাছেই।
স্পিকার বলেছেন, উনি অবশ্য বিধানসভার গেস্ট হাউসে আলাদা ঘর চাইতে পারেন। বিধানসভা ভবনের ঠিক উল্টো দিকে সেটি, মাত্র ১০০ মিটারের মধ্যেই।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement