এক্সপ্লোর
Advertisement
গোমাংস খেতে হলে খান, কিন্তু সেজন্য উৎসব কেন, বললেন উপরাষ্ট্রপতি
নয়াদিল্লি: গোমাংস খাওয়ায় কোনও কোনও মহলের আপত্তির মধ্যেই উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু এ নিয়ে কেন উৎসব করতে হবে, প্রশ্ন তুললেন। সংবাদ সংস্থা এএনআইয়ের খবর, সোমবার মুম্বইয়ের আর এ পোডার কলেজ অব কমার্স অ্যান্ড ইকনমিকসে এক সভায় তিনি বলেন, আপনি গোমাংস খেতে চাইলে খান। কিন্তু সেজন্য উৎসবের আয়োজন কেন? একই ভাবে তাঁর প্রশ্ন, একই ভাবে, চুম্বন উৎসব হচ্ছে। কারও চুম্বন করার ইচ্ছা হলে কেন উৎসব করতে হবে বা কারও অনুমতি লাগবে?
প্রসঙ্গত, গত বছর মাদ্রাজ আইআইটির পড়ুয়ারা গোমাংস ভক্ষণ উৎসবের আয়োজন করেছিলেন। গত বছর জুনে কোচিতে যুব কংগ্রেস কর্মীরাও গোমাংস খাওয়ার ফেস্টিভেল করেছিলেন। সম্ভবত, সেই প্রসঙ্গেই আজকের এই মন্তব্য উপরাষ্ট্রপতির।
এর আগে কার কে কী খেতে ভালবাসেন, কী খাবেন, সেটা একেবারেই ব্যক্তিগত বিষয় বলে জানিয়েছিলেন তিনি। ২০১৭য় উপরাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার আগে এপ্রিলে তিনি বলেছিলেন, খাদ্যাভাস নিজস্ব পছন্দের ব্যাপার বটে, তবে একইসঙ্গে সংবিধানে কিছু বিধিনিষেধ আছে যা মাথায় রাখা উচিত।
এদিন ভাষণে বাকস্বাধীনতা নিয়ে তিনি বলেন, কথা বলার স্বাধীনতা আছে, তবে অন্যের অধিকার রক্ষায় কিছু বিধিনিষেধ, নিয়ন্ত্রণও থাকা চাই। বিরুদ্ধ মত মেনে নেওয়াই যায়, কিন্তু দেশে বিভাজন ঘটানোর অনুমতি দেওয়া যায় না। এটা যেন সকলেই বুঝে নেন, দেশ ভেঙে টুকরো টুকরো হবে, এটা মেনে নেওয়া চলে না।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
ক্রিকেট
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement