এক্সপ্লোর
Advertisement
৪৩ বছরের ছেলেকে বাঁচাতে বাবাকে এগিয়ে আসতে হবে কেন: হৃতিককে ফের খোঁচা কঙ্গনার
মুম্বই: ভারতীয় পুরুষরা নিজেদের কথা নিজেরা বলতে পারে না কেন। কেন বারবার ছেলের পিঠ বাঁচাতে বাবাকে এগিয়ে আসতে হয়। হৃতিক রোশন-কঙ্গনা রানাওয়াত ইস্যুতে রাকেশ রোশন ছেলের সমর্থনে এগিয়ে আসায় এভাবেই জবাব দিলেন কঙ্গনা রানাওয়াত।
হৃতিক- কঙ্গনা দ্বন্দ্ব আদালত পর্যন্ত গড়িয়েছে। কঙ্গনা দাবি করেছিলেন, হৃতিকের সঙ্গে তাঁর সম্পর্ক ছিল। হৃতিক তা অস্বীকার করে আদালতের দ্বারস্থ হন। তখন থেকে প্রকাশ্যে কাদা ছোঁড়াছুঁড়ি করে চলেছেন বলিউডের এই দুই নামি অভিনেতা অভিনেত্রী। হৃতিকের বাবা প্রযোজক রাকেশ রোশন দিনকয়েক আগে দাবি করেন, হৃতিক এ ব্যাপারে সত্যিটা বললে সকলে চমকে যাবে। এ নিয়ে প্রশ্ন করা হলে কঙ্গনা সঙ্গে সঙ্গে পাল্টা প্রশ্ন করেন, কেন ভারতীয় পুরুষরা নিজেদের কথা নিজেরা বলতে পারে না। হৃতিকের বয়স ৪৩। কেন তাঁর বাবাকে বারবার তাঁকে বাঁচাতে এগিয়ে আসতে হবে?
কঙ্গলনার আরও প্রশ্ন, কতদিন এই সব ছেলেরা বাবাদের বড় বড় নামের আড়ালে গা ঢাকা দিয়ে থাকবেন। হৃতিক পরিণত বয়স্ক, শো বিজনেসে তাঁকে ঘিরে কোনও বিতর্ক হলে তার জবাব দেওয়ার ক্ষমতা তাঁর রয়েছে। এটা তো একটা সাধারণ বিতর্ক। কেন যে বারবার ছেলের পিঠ বাঁচাতে বাবারা এগিয়ে আসেন, তা তিনি বুঝতে পারেন না।
চেতন ভগতের উপন্যাস ‘ওয়ান ইন্ডিয়ান গার্ল’-এর প্রকাশ অনুষ্ঠানে ছিলেন কঙ্গনা। সেখানেই ‘কুইন’ অভিনেত্রী বলেন, বইটি তাঁর জীবনের কথা তুলে ধরেছে। যখনই তিনি সাফল্য পেয়েছেন, তাঁর সঙ্গী ঈর্ষাণ্বিত হয়ে উঠেছে, ভেঙে গেছে সম্পর্ক। বইটি যদি ছবি হয়, তবে তিনি মূল চরিত্রে কাজ করতে আগ্রহী বলেও কঙ্গনা জানিয়েছেন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
মালদা
জেলার
Advertisement