এক্সপ্লোর
গোহত্যা করলে হাত পা ভেঙে দেব, হুমকি বিজেপি বিধায়কের

মুজফফরনগর: কেউ যদি গোহত্যা করে বা কোনওভাবে গরুকে অসম্মান করে, তবে তার হাত পা ভেঙে দেওয়া হবে। হুমক দিলেন বিজেপি বিধায়ক বিক্রম সাইনি। এক জনসভায় সাইনি বলেছেন, তিনি শপথ নিয়েছেন, গোহত্যাকারীদের হাত পা ভেঙে দেবেন তিনি। বিক্রম সাইনি খাটাউলি কেন্দ্রের বিধায়ক। এই প্রথম যে তিনি এমন মন্তব্য করলেন তা নয়। মুজফফরনগর দাঙ্গার সময়েও তাঁর মন্তব্যে বিতর্ক হয়েছিল। এমনকী তাঁকে জেলেও যেতে হয়। শুনুন, কী বলেছেন তিনি
#WATCH Muzaffarnagar(UP): BJP MLA Vikram Saini says 'I promised to break limbs of ppl who disrespect and kill cows' (25.3.17) pic.twitter.com/C8tXd2V2Kf
— ANI UP (@ANINewsUP) March 26, 2017
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















