এক্সপ্লোর
Advertisement
ভাইপোকে বসপা-য় নিয়ে আসবেন, বিরোধীদের স্বজনপোষণের অভিযোগের মুখে ঘোষণা মায়াবতীর, তোপ মিডিয়াকে
নয়াদিল্লি: বিরোধীদের তোলা পরিবারতন্ত্র, স্বজনপোষণের অভিযোগের মুখে ভাইপো আকাশ সিংহকে দলে নিয়ে আসার ঘোষণা করলেন মায়াবতী। আকাশ মায়াবতীর ভাই আনন্দ সিংহের ছেলে, ২ বছর আগেও যিনি ছিলেন তাঁর দলের জাতীয় সহ সভাপতি। কিছুদিন হল লন্ডন থেকে এমবিএ ডিগ্রি নিয়ে ফিরেছেন আকাশ। সম্প্রতি যখন বহুজন সমাজ পার্টি (বসপা) সভানেত্রী নিজের ৬৩-তম জন্মদিন পালন করেন, তাঁর পাশে দেখা গিয়েছিল আকাশকে। আরজেডি নেতা তেজস্বী যাদবের সঙ্গে মায়াবতীর বৈঠকের সময়ও উপস্থিত ছিলেন তিনি। এ নিয়ে মায়াবতীর বিরুদ্ধে পরিবারকেন্দ্রিক রাজনীতিতে ইন্ধন দেওয়ার অভিযোগও ওঠে। বলা হয়, তিনি এবার ভাইপোকে দলের সর্বোচ্চ পদে বসাবেন, নিজের উত্তরাধিকারী করবেন তাঁকে। আজ যাবতীয় অভিযোগের পাল্টা সাংবাদিকদের সামনে মায়াবতী জানিয়ে দেন, তিনি ভাইপোকে বসপা ‘আন্দোলনে’ সামিল করাবেন, রাজনীতির কলাকৌশল শেখার সুযোগ দেবেন। বলেন, তিনি স্পষ্ট, ঋজু নীতি নিয়ে চলেন, নিজের ভাই আনন্দ সিংহকে জাতীয় সহ সভাপতি পদ থেকে সরিয়ে তা দেখিয়ে দিয়েছেন।
মায়াবতী আজ মিডিয়াকে দুষে বলেন, সমাজবাদী পার্টির (সপা) সঙ্গে আমাদের জোট হওয়ায়, বসপার জনপ্রিয়তা বেড়ে যাওয়ায় কিছু দল, নেতা অস্থির, ভীত হয়ে পড়েছে। ন্যয়সঙ্গত ভাবে আমাদের মোকাবিলার পরিবর্তে তারা আমাদের সম্পর্কে ভিত্তিহীন কথাবার্তা বলছে, জাতপাতপন্থী, দলিতবিরোধী টিভি চ্যানেলগুলির সঙ্গে নিয়ে চক্রান্ত করছে।
‘দলিতবিরোধী’, ‘জাতপাতে পক্ষপাতদুষ্ট’ মিডিয়াই তাঁর বিরুদ্ধে স্বজনপোষণের অভিযোগ তুলছে বলে দাবি করে মায়াবতী বলেন, তিনি কাঁসিরামের শিষ্য, ওদের সমুচিত জবাব দেবেন। কারও এতে সমস্যা হলে হোক, তাঁর দল কেয়ার করে না।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
জেলার
জেলার
Advertisement