এক্সপ্লোর
Advertisement
তদন্ত হোক, দোষী প্রমাণিত হলে কেজরীবালের পদত্যাগ চাইব, বললেন অন্না
মুম্বই: অরবিন্দ কেজরীবালের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে তাঁর ইস্তফা চাইবেন বলে জানালেন অন্না হজারে। তাঁর দুর্নীতি-বিরোধী আন্দোলনের হাত ধরেই উত্থান, রাজনীতিতে প্রবেশ দিল্লির মুখ্যমন্ত্রীর, যাঁর বিরুদ্ধে রীতিমতো বোমা ফাটিয়েছেন তাঁরই মন্ত্রিসভা থেকে অপসারিত মন্ত্রী কপিল মিশ্র। আরেক মন্ত্রী সত্যেন্দ্র জৈনের সঙ্গে কেজরীবালের আর্থিক লেনদেনের রফা হয়েছে, তিনি কেজরীবালকে ২ কোটি টাকা ঘুষ নিতে দেখেছেন সত্যেন্দ্রর কাছ থেকে, কপিলের তোলা এহেন অভিযোগে আলোড়ন উঠেছে জাতীয় রাজনীতিতে।
হজারে অবশ্য মঙ্গলবার মহারাষ্ট্রের আহমেদনগরে রালেগাঁও সিদ্ধি গ্রামে নিজের বাড়িতে সাংবাদিকদের সামনে বলেন, কেজরীবালের বিরুদ্ধে প্রাক্তন মন্ত্রী কিন্তু যা-ই বলেছেন, সবই অপসারণের পর। তিনি মন্ত্রী থাকাকালে কেজরীবালকে ঘুষ নিতে দেখে থাকলে তখনই কেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাননি? আমার মনে হয়, পুরো অভিযোগের বিস্তারিত তদন্ত হওয়া উচিত। কেজরীবাল দোষী প্রমাণিত হলে আমি যন্তরমন্তরে অবস্থানে বসব তাঁর পদত্যাগ চেয়ে।
এর আগে এই প্রবীণ সমাজকর্মী বলেছিলেন, যে কেজরীবাল তাঁর 'দুর্নীতি-বিরোধী সংগ্রামের সহযোদ্ধা' ছিলেন, তাঁর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠতে দেখে তিনি ব্যাথিত।
রবিবারই কেজরীবালের বিরুদ্ধে কপিলের তোলা ঘুষ নেওয়ার অভিযোগ খারিজ করে দেন উপ মুখ্যমন্ত্রী মণীশ শিসোদিয়া।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
আইপিএল
জেলার
Advertisement