এক্সপ্লোর
Advertisement
সদ্যোজাতর দেহ ব্যাগে ভরে সাহায্য চেয়ে ১২ ঘন্টা ঘুরলেন অসহায় বাবা
রায়পুর: অ্যাম্বুলেন্স না পেয়ে স্ত্রী দেহ ঘাড়ে নিয়ে বাড়ির পথে রওনা দিতে হয়েছিল ওড়িশার দানা মাঝিকে। এবার মানবতার পক্ষে লজ্জাজনক ঘটনা ছত্তিশগঢ়ে। সদ্যোজাত দেহ থলেতে ভরে সাহায্য চেয়ে ১২ ঘন্টা ধরে বিভিন্ন জায়গায় মাথা কুঁড়লেন বাবা।
জানা গেছে, ছত্তিশগড়ের জগদলপুরের মহারাণী হাসপাতালে সন্তানের জন্ম দেন রমেশ নামে এক ব্যক্তির স্ত্রী। কিন্তু কিছুক্ষণ পরেই মৃত্যু হয় সদ্যোজাতের। হাসপাতাল কর্তৃপক্ষ বাবা-মার হাতে সদ্যোজাতর দেহ তুলে দিয়েই দায়িত্ব সারে। কোনও অ্যাম্বূলেন্সের ব্যবস্থা করেনি। সরকারি হাসপাতালের বিরুদ্ধে অভিযোগ, নবজাতকের মৃত্যুর পর রমেশ ও তাঁর স্ত্রীকে জোর করে বের করে দেওয়া হয়।
হাসপাতাল থেকে রমেশের বাড়ি দেড়শ কিলোমিটার দূরে।কাছে টাকাপয়সাও ছিল না। ফলে সদ্যোজাত মরদেহ নিয়ে বাড়ি ফিরতে গিয়ে চরম সমস্যার মুখে পড়েন রমেশ ও তাঁর স্ত্রী। সাহায্য চাইতে সদ্যোজাতর দেহ ব্যাগে ভরে তাঁরা বিভিন্ন জায়গায় ঘুরতে থাকেন। কিন্তু অসহায় স্বামী-স্ত্রীর আর্জিতে কেউ কান দেয়নি। অবশেষে খবর পৌঁছয় কালেক্টরের কাছে। তিনি রেডক্রশের অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে দেন। কিন্তু তার আগে যে দুর্ভোগ, সহানুভূতিহীনতা ও কষ্ট তাঁদের সহ্য করতে হল, তা খুবই লজ্জাজনক।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
জেলার
জেলার
Advertisement