এক্সপ্লোর
ফোনে তালাক মানতে অস্বীকার, শ্বশুরবাড়িতে মহিলাকে অ্যাসিড আক্রমণ

লখনউ: মার্কিন যুক্তরাষ্ট্রে থাকা স্বামী ফোন করে তালাক দিয়েছিলেন। কিন্তু সেটা মানতে চাননি ওই মহিলা। তিনি শ্বশুরবাড়ি ছেড়ে চলে যেতেও রাজি হননি। সেই কারণে তাঁর উপর অ্যাসিড হামলা করলেন শ্বশুরবাড়ির লোকেরা। মর্মান্তিক এই ঘটনাটি উত্তরপ্রদেশের পিলিভিটের নেউরিয়া অঞ্চলের। পাঁচ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, ১৮ বছর আগে রেহানা নামে ওই মহিলার বিয়ে হয়। বিয়ের পরেই তিনি স্বামী মতলুবের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রে চলে যান। ২০১১ সাল থেকেই তাঁদের সম্পর্কে চিড় ধরে। তাঁরা দেশে ফিরে আসেন। এরপর একাই মার্কিন যুক্তরাষ্ট্রে চলে যান মতলুব। তিনি দেশ ছাড়ার আগে রেহানাকে আশ্বাস দিয়েছিলেন, কয়েকদিন পরেই তাঁকে সেখানে ডেকে নেবেন। কিন্তু সেখানে যাওয়ার পর জানান, তিনি নতুন চাকরি পেয়েছেন এবং বাসস্থান বদল করেছেন। রেহানাকে সেখানে নিয়ে যাওয়া সম্ভব নয়। ফলে শ্বশুরবাড়িতেই থেকে যান রেহানা। কয়েকদিন আগে তাঁকে ফোন করে তালাক দেন মতলুব। কিন্তু সেটা মানতে অস্বীকার করেন রেহানা। এরপরেই তাঁর শ্বশুরবাড়ির লোকেরা মারধর করে তাঁকে বাড়ি থেকে বার করে দিতে যান। রেহানা রুখে দাঁড়ালে তাঁকে অ্যাসিড হামলার শিকার হতে হয়। বর্তমানে হাসপাতালে ভর্তি রেহানা। তাঁর পিঠ ও কোমর পুড়ে গিয়েছে। মেডিক্যাল রিপোর্ট পাওয়ার পরেই আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। রেহানা বলেছেন, তিনি শ্বশুরবাড়ির লোকজনের কারাদণ্ডের সাজা চান।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















