এক্সপ্লোর
Advertisement
প্রেমিকের সঙ্গে চক্রান্ত করে দাদার বাড়িতে ডাকাতি, গ্রেফতার তরুণী সহ ৪
নয়াদিল্লি: প্রেমিক মহম্মদ খানের সঙ্গে পালিয়ে গিয়ে বিয়ে করতে চেয়েছিল আরতি অগ্রবাল। টাকা জোগাড় করার জন্য উত্তর-পশ্চিম দিল্লির শালিমার বাগে আরতির দাদার বাড়িতে ডাকাতির চক্রান্ত করে তারা। সেই চক্রান্ত অনুযায়ী, বৃহস্পতিবার নগদ টাকা ও মূল্যবান সামগ্রী সহ প্রায় এক লক্ষ টাকার ডাকাতি করে তারা। তবে শেষরক্ষা হল না। আরতি, তার প্রেমিক ও দুই সঙ্গীকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ।
অতিরিক্ত ডেপুটি কমিশনার (উত্তর-পশ্চিম) বিজয়ন্তা আর্য্য জানিয়েছেন, চক্রান্ত অনুযায়ী ডাকাতির সময় দাদা ব্রিজেশের বাড়িতে হাজির ছিল আরতি। দুই সঙ্গী মনজর আলি ও মহম্মদ আহমেদকে নিয়ে সেই বাড়িতে ঢোকে মহম্মদ। তারা ব্রিজেশ, তাঁর স্ত্রী আরতি ও তাঁদের পাঁচ বছরের পুত্রসন্তানকে মারধর করে। সাজানো ছক অনুযায়ী, আরতি তাদের বাধা দেওয়ার অভিনয় করে। একইসঙ্গে ডাকাতিতে সাহায্যও করে সে।
তদন্তে নেমে পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে জানতে পারে, টাকা ও মূল্যবান সামগ্রী ভরা লকার ও মোবাইল ফোন নিয়ে বাইকে চড়ে দু জন অভিযুক্ত পালিয়ে যায়। আরতির প্রেমিক ও তার সঙ্গী মনজরকে গ্রেফতার করে পুলিশ। জেরার মুখে আরতি এবং অপর এক সঙ্গীর জড়িত থাকার কথা জানায় মহম্মদ খান। এরপর তাদেরও গ্রেফতার করা হয়।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
ক্রিকেট
Advertisement