এক্সপ্লোর
Advertisement
বলা হয়েছিল ২০০ শতাংশ নিরাপদ, খরচ হয়েছিল ৪৩ লাখ টাকা, অস্ত্রোপচারের পর রোগিণী তবু বাঁচলেন না
মুম্বই: ৪৩ লাখ টাকা খরচ করে স্ত্রীর হৃদযন্ত্রে অস্ত্রোপচার করান মুম্বইয়ের থানের বাসিন্দা মিঠুলাল বাফনা। বলা হয়েছিল, আশঙ্কার কোনও কারণ নেই, অস্ত্রোপচার ২০০ শতাংশ নিরাপদ, ৫ দিনের মধ্যেই বাড়ি ফিরবেন তাঁর স্ত্রী। মঞ্জু হাসপাতাল ছাড়লেন ঠিকই কিন্তু ৬০ দিন পর, কোমায় থাকা অবস্থায়। অ্যাম্বুলেন্সে ওঠার কয়েক মিনিটের মধ্যেই তাঁর মৃত্যু হল।
৫৬ বছরের মঞ্জু বাফনা মারা গিয়েছেন ১৯ ডিসেম্বর। তাঁর ওপেন হার্ট সার্জারি হয় মুম্বইয়ের বিখ্যাত হিন্দুজা হাসপাতালে। কিন্তু যা মিঠুলালকে কুরে কুরে খাচ্ছে, তা হল, মঞ্জুর জন্যই নাকি বিশেষ করে তৈরি হয়েছিল একটি হার্ট ভালভ, যা তাঁর হৃদযন্ত্রের মধ্যে পড়ে যায়, যখন সেরা হৃদরোগ বিশেষজ্ঞরা তাঁর অস্ত্রোপচার করছিলেন। আর তার জেরেই হয় মৃত্যু।
মহারাষ্ট্র মেডিক্যাল কাউন্সিলে অভিযোগ করেছেন মিঠুলাল। বেসরকারি সংস্থায় কর্মরত এই কর্মী স্ত্রীর অস্ত্রোপচারের জন্য বহু কষ্টে জোগাড় করেন সাড়ে তেতাল্লিশ লাখ টাকা। বলা হয়েছিল, অস্ত্রোপচারে ভয়ের কিচ্ছু নেই, তাও বাঁচেননি তাঁর স্ত্রী। বহু তর্কবিতর্ক ও অভিযোগের পর ‘মানবিকতার খাতিরে’ হাসপাতাল সেই টাকার ১২.৪৭ লাখ ফেরত দিয়েছে। মেডিক্যাল ইনসিওরেন্সেও ফেরত পেয়েছেন ১১ লাখ টাকা।
মিঠুলালের আরও অভিযোগ, যে হার্ট ভালভ তাঁর স্ত্রীর জন্য আলাদা করে তৈরি করা হয় বলে দাবি করা হয়েছে, তার দাম কাগজে কলমে দেড় লাখ। কিন্তু তাঁর থেকে আদায় করা হয়েছে ১১ লাখ টাকা। প্রথমে তাঁকে বলা হয়েছিল, অস্ত্রোপচারের খরচ সব মিলিয়ে ২০ লাখ কিন্তু কার্যক্ষেত্রে তা বেড়ে ৪৩ লাখ হয়ে দাঁড়ায়।
তাঁর দাবি, মঞ্জু কিছুদিন আগেও সুস্থ ছিল, প্রতিদিন দীর্ঘ পথ হেঁটে যেতেন মেয়ের বাড়ি। স্ত্রীর অস্ত্রোপচারে এত ঝুঁকি আছে জানলে তাতে রাজি হতেন না তিনি।
যদিও হাসপাতালের দাবি, মঞ্জু অত্যন্ত অসুস্থ ছিলেন, ৬ মাসের বেশি বাঁচা সম্ভব হত না তাঁর। অবহেলার অভিযোগ অস্বীকার করেছে তারা।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement