এক্সপ্লোর
গাছ থেকে বাবাহারা মেয়ের ঘুড়ি তুলতে গিয়ে কুয়োয় পড়ে মৃত্যু মায়ের

নাসিক: বাবা নেই, মাও চলে গেল, অনাথ হয়ে গেল দু বছরের শিশুটি। নাসিকের শিবাজী চক এলাকায় মা, দিদিমার সঙ্গে থাকত দু বছরের শিশুটি। রবিবার ঘুড়ি ওড়াচ্ছিল মেয়েটি। হঠাত্ই ঘুড়িটি গাছের ওপর গিয়ে আটকে যায়। মেয়েকে ঘুড়িটি এনে দিতে গাছের ওপর ওঠেন কুড়ি বছরের মনীষা বিজয় পাওয়ার। তখর তাঁর পা ফসকে যায়। তিনি সোজা পড়ে যান কুয়োয়। উদ্ধারকারী দল এসে মণীষাকে উদ্ধার করলেও, শেষরক্ষা হয়নি। নাসিকের সিভিল হাসপাতালে ময়নাতদন্তের পর মণীষার দেহ তাঁর মায়ের হাতে তুলে দেওয়া হয়েছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















