এক্সপ্লোর
সাতটি মেয়ে, ছেলে চেয়ে পরিবারের চাপ, দশমবার মা হতে গিয়ে মৃত পুত্রসন্তান প্রসব করে মৃত্যু ৩৮ বছরের মহিলার

মুম্বই: দশমবার মা হতে গিয়ে মারা গেলেন মহারাষ্ট্রের বিড় জেলার এক মহিলা। মীরা এখান্ডে নামে ৩৮ বছর বয়সি মহিলার অতিরিক্ত রক্তক্ষরণের ফলে মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। মুম্বই থেকে প্রায় ৩৮০ কিমি দূরে বিড় জেলার মাজালগাঁওয়ের সিভিল হাসপাতালে গত শনিবার একটি নিথর পুত্রসন্তান প্রসব করে মৃত্যুর কোলে ঢলে পড়েন মীরা। তিনি মাজালগাঁওয়ে পান দোকান চালাতেন, ইতিমধ্যেই তিনি সাতটি মেয়ের মা হয়েছেন, কিন্তু পুত্রসন্তানের জন্য পরিবার তাঁকে লাগাতার চাপ দিচ্ছিল বলে জানিয়েছে পুলিশ। সম্ভবত সেই চাপেই তিনি এর আগে দুবার গর্ভপাত করেও ফের গর্ভবতী হন। এক পুলিশ অফিসার বলেছেন, মীরা গত শনিবার হাসপাতালে ভর্তি হন। একটি মৃত পুত্রসন্তান বের করেন ডাক্তাররা। কিন্তু পরে অতিরিক্ত রক্তক্ষরণে মারা যান তিনি। আমরা দুর্ঘটনাজনিত মৃত্যুর রিপোর্ট দিয়েছি। ওই মহিলার দেহ তুলে দেওয়া হয়েছে তাঁর পরিবারের হাতে। আগে জন্ম দেওয়া মীরার সাতটি মেয়ের মধ্যে একটি মারাও গিয়েছে বলে জানান ওই পুলিশ অফিসার।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















