এক্সপ্লোর
Advertisement
বাড়িতে নেই শৌচাগার, শ্বশুরমশাইকে থানায় নিয়ে গেলেন বৌমা
পটনা: বাড়িতে শৌচাগার নেই। লজ্জায় মাথা কাটা যাওয়া বধূটিকে প্রতিদিন খুঁজতে হয় অন্ধকার, ঝোপঝাড়ের নিভৃতি। আর সইতে না পেরে এবার তিনি থানায় টেনে গেলেন পূজনীয় শ্বশুরমশাইকে। বন্ডে সই করে নিস্তার, বাড়িতে শৌচাগার তৈরি করতেই হবে।
বিহারের মুজফফরপুর জেলার মীনাপুর ব্লকের ছেগ্গন নেউরা গ্রামে ঘটেছে এই ঘটনা। মুজফফরপুরের মহিলা পুলিশ স্টেশনের অফিসার ইন চার্জ জানিয়েছেন, ২৫ তারিখ ওই মহিলা শ্বশুর ও ভাসুরের বিরুদ্ধে লিখিত অভিযোগ করে জানান, বাড়িতে শৌচাগার তৈরির ব্যাপারে তাঁর কোনও অনুরোধেই তাঁরা কান দিচ্ছেন না। ফলে বাপের বাড়িতেই দিন কাটে তাঁর। তামিলনাড়ুতে কর্মরত স্বামী যখন নমাসে ছমাসে বাড়ি ফেরেন, তখনই শুধু শ্বশুরবাড়ি ফেরা হয় তাঁর। স্বামী ফিরে গেলে ফিরে যান তিনিও।
এই সমস্যার সমাধান খুঁজে না পেয়ে শ্বশুর-ভাসুরের বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ হয়েছেন তিনি। অভিযোগের ভিত্তিতে ২৬ তারিখ ২ অভিযুক্তকে থানায় ডেকে পাঠায় পুলিশ। সেখানে নরম হন তাঁরা। শ্বশুর বন্ডে সই করে জানান, শিগগিরই শৌচাগার তৈরি করবেন তিনি।
পুলিশ বলেছিল, এক সপ্তাহের মধ্যে কাজে হাত দিতে। কিন্তু ওই বধূর আত্মীয়রা জানিয়েছেন, টাকা জোগাড় করতে আরও কিছুদিন সময় লাগবে। এরপর অভিযোগ প্রত্যাহার করে নেন মেয়েটি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement