এক্সপ্লোর
উপেক্ষা করায় প্রাক্তন বয়ফ্রেন্ডকে অ্যাসিড ছুঁড়ে গ্রেফতার মহিলা

মুম্বই: বেশ কিছুদিন ধরেই এড়িয়ে চলছিলেন বয়ফ্রেন্ড। ক্ষোভে তাঁর গায়ে অ্যাসিড ছুঁড়ে গ্রেফতার হলেন এক মহিলা। ঘটনাটি ঘটেছে গোরেগাঁও-এ। আক্রান্ত যুবক ওম সিংহ সোলাঙ্কি গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিত্সাধীন। তাঁর মুখ ও গলা ঝলসে গিয়েছে বলে জানিয়েছে পুলিশ। থানে জেলার নাল্লাসোপারা বাসিন্দা অভিযুক্ত মহিলা মীরা প্রকাশ শর্মাকে গ্রেফতার করেছে পুলিশ। গোরেগাঁও-এর একটি শপিং সেন্টারে গতকাল সন্ধে ৬ টা নাগাদ এই ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, মীরাকে বেশ কিছুদিন ধরেই এড়িয়ে চলছিলেন ওম। মীরা বেশ কয়েকবার তাঁর সঙ্গে দেখা করারও চেষ্টা করে। কিন্তু ওম তাতে রাজি হননি। গতকাল সন্ধেয় মীরা ওমের দোকানে আসেন। সেখানে তাঁদের মধ্যে বচসা বেঁধে যায়। রাগের চোটে ব্যাগ থেকে অ্যাসিডের বোতল বের করে ওমের দিকে ছুঁড়ে মারেন মহিলা।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















