এক্সপ্লোর
Advertisement
মৃত ভাইয়ের জন্য বিচার চেয়ে ৫০০ কিলোমিটার হেঁটে আদিত্যনাথের সঙ্গে দেখা করতে আসছেন এই মহিলা
গাজিয়াবাদ: কাল রাখি বন্ধন দিবস। খুন হয়ে যাওয়া ভাইয়ের জন্য ন্যায় বিচারের দাবিতে কালই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের মুখোমুখি হতে চান অরুণা ত্যাগী। এ জন্য গাজিয়াবাদ থেকে লখনউ- প্রায় ৫০০ কিলোমিটার রাস্তা স্রেফ হেঁটে আসছেন তিনি।
৪৮ বছরের অরুণার অভিযোগ, তাঁর ভাই প্রবীণ ত্যাগীর খুনিরা দিব্যি জেলের বাইরে ঘুরছে, কারও কোনও সাজা হয়নি। পুলিশের কাছ থেকে কোনও সাহায্য না পেয়ে তিনি বাধ্য হয়ে শুরু করেছেন এই পদযাত্রা। সঙ্গে রয়েছে তাঁর ছেলে অঙ্কিত। দুজনে এখন শাহজাহানপুরে, চেষ্টা, যাতে কাল, রাখির দিন সকালেই মুখ্যমন্ত্রীর মুখোমুখি হওয়া যায়।
মোদীনগর থেকে খিন্ডোডার বাড়িতে ফেরার পথে ২২ মে নিখোঁজ হয়ে যান অরুণার ভাই প্রবীণ। ২৪ তারিখ তাঁর দেহ মেলে জঙ্গলের মধ্যে। অরুণা জানিয়েছেন, তাঁর ভাইকে নির্মমভাবে খুন করা হয়, দেহে অসংখ্য ক্ষতচিহ্ন ছিল, অ্যাসিডে পুড়িয়ে দেওয়া হয় শরীর, গলা ছিল তার দিয়ে প্যাঁচানো। তাঁর মুখ এমনভাবে ক্ষতবিক্ষত করে দেওয়া হয়, যাতে কেউ চিনতে না পারে।
তাঁর অভিযোগ, পুলিশ অফিসারদের দরজায় দরজায় গিয়ে তিনি খুনিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে অনুরোধ করেছেন কিন্তু কোনও লাভ হয়নি। যোগী আদিত্যনাথের প্রতি তাঁর বিশ্বাস রয়েছে। তাই যেদিন ঠিক করেন, হেঁটে তাঁর কাছে আসবেন, তার ঠিক পরদিনই শুরু করেন তাঁর পদযাত্রা।
অরুণার বিশ্বাস, তাঁদের বড় ভাই অরবিন্দের এর পিছনে হাত রয়েছে। তাঁর বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন তিনি।
১৩ বছরের ছোট ভাইয়ের জন্য বিচার চেয়ে দু’পা ভর্তি ফোসকা আর অসুস্থ শরীর নিয়ে বৃষ্টি উপেক্ষা করে হেঁটে লখনউ আসছেন অরুণা। ২৫ জুলাই থেকে শুরু হয়েছে তাঁর সফর। হাঁটা বজায় রাখার জন্য শুধু পানীয় খাচ্ছেন। রাতে আশ্রয় নিচ্ছেন মন্দির, ধর্মশালা বা গাছতলায়। তিনি বলেছেন, ভাইয়ের ক্ষতবিক্ষত মুখ তাড়া করে বেড়াচ্ছে তাঁকে, বিচার না পাওয়া পর্যন্ত বিশ্রামের প্রশ্ন ওঠে না।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
ব্যবসা-বাণিজ্যের
Advertisement