এক্সপ্লোর
শ্লীলতাহানির চেষ্টা, পাবের মহিলা কর্মীরা চপ্পল খুলে প্রকাশ্যে পেটাল হামলাকারীকে

ভিডিও থেকে নেওয়া ছবি
গুরুগ্রাম: মাত্র সাত দিন আগেই গুরুগ্রামে কয়েকজন পুরুষের লালসার শিকার হয় এক তরুণী। এমনকি গণধর্ষণের সময় তরুণীর কোলে থাকা আট মাসের একরত্তিকে ছুঁড়ে ফেলে দিতেও তাদের হাত কাঁপেনি। এমনই পরিস্থিতিতে এবার হামলাকারীদের পাল্টা আঘাতের রাস্তায় হাঁটলেন গুরুগ্রামেরই এক পাবের মহিলা কর্মীরা। গুরুগ্রামের এম.জি রোডের একটি পাবে শনিবার রাতে মদ্যপ অবস্থায় হাজির হয় এক ব্যক্তি। সে আচমকাই পাবের ভিতর থাকা এক মহিলা কর্মীকে ভিতর থেকে টেনে বের করে শ্লীলতাহানির চেষ্টা করে। নিজেদের সহকর্মীকে বাঁচাতে তারপরই সেখানে আবির্ভাব ঘটে পাবের প্রমীলাবাহিনীর। শুরু হয় হাওয়াই চপ্পল খুলে হামলাকারীকে পাল্টা মার। তবে এই ঘটনার সময় সেখানে কোনও পুলিশকর্মী উপস্থিত ছিল না বলে জানা গিয়েছে। গুরুগ্রাম পুলিশের দাবি, যদি আক্রান্ত ব্যক্তি তাদের কাছে এসে অভিযোগ জানায়, তাহলে তারা অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করবে। ওই মহিলাকর্মীদের ধরতে সিভিল ড্রেসে পুলিশ মোতায়েন করা হয়েছে ওঅ এলাকায়।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















