এক্সপ্লোর
Advertisement
চোখ বুজলেই ভূত দেখেন! ৫ বাচ্চাকে কুয়োয় ছুঁড়ে ফেলে ঝাঁপ, ডুবে মরল ৪টি, রক্ষা মহিলার
আমদাবাদ: দারিদ্র্যের সঙ্গে সংগ্রাম চালিয়ে ক্লান্ত। শেষ পর্যন্ত ৫ শিশুসন্তানকে কুয়োয় ছুঁড়ে ফেলে দিয়ে নিজেও তাতে ঝাঁপ দিলেন এক মহিলা। গুজরাতের ভবনগরের পাঁচপিপলা গ্রামে সোমবার রাতের ঘটনা। চারটি বাচ্চা মারা গেলেও তাঁর ও আরেকটি শিশুর কিছু হয়নি। অলং থানার জনৈক পুলিশ অফিসার জানিয়েছেন, মহিলাকে মানসিক সমস্যায় পীড়িত মনে হচ্ছে। মহিলা বলেছেন, চোখ বুজলেই ভূত দেখছেন!
পুলিশের বক্তব্য, গীতাবেন ভালিয়া নামে ৪০ বছরের মহিলা সোমবার সন্ধ্যায় ভাবনগরে রয়াল গ্রামের বাড়ি থেকে বেরিয়ে যান, স্বামী ধরমসিন ভালিয়াকে বলেন, পাঁচ বাচ্চাকে সঙ্গে নিয়ে পাশের পাঁচপিপলা গ্রামে মন্দির দর্শনে যাচ্ছেন। পাঁচপিপলায় গিয়ে কুয়োয় বাচ্চাদের ছুঁড়ে ফেলে নিজেও ঝাঁপ দেন। দেড় থেকে ৭বছরের এক মেয়ে, তিনটি ছেলে জলে ভেসে যায়। ৮ বছরের সবচেয়ে বড় মেয়েটি বেঁচে যায়। রক্ষা পান মহিলাও।
গ্রামবাসীরা ঘটনাটি জানার পর পুলিশকে খবর পাঠায়।
মহিলাকে গ্রেফতার করে ভারতীয় দণ্ডবিধির ৩০২ (খুন) ও ৩০৭ (খুনের চেষ্টা) ধারায় অভিযুক্ত করে পুলিশ।
পুলিশ কর্তাটি জানান, জিজ্ঞাসাবাদে ওই মহিলা বলেছেন, স্বামী ক্ষেত মজুর। চরম দারিদ্রের মধ্যে সংসার চালানো তাঁর পক্ষে খুব কঠিন হয়ে পড়ছিল। তাছাড়া দৃষ্টিশক্তি ক্ষীণ হওয়ার ফলে তাঁর সমস্যা আরও চরম আকার নেয়। ফলে তিনি বাচ্চাদের নিয়ে আত্মহত্যার সিদ্ধান্ত নেন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ক্রিকেট
জেলার
জেলার
Advertisement