এক্সপ্লোর
হায়দরাবাদে হাসপাতালের মর্গে তরুণীর দেহ খুবলে খেল ইঁদুর, শুরু তদন্ত

ফাইল ছবি
হায়দরাবাদ: সরকারি হাসপাতালের মর্গে এক তরুণীর দেহ ইঁদুর খুবলে খেয়েছে বলে অভিযোগ উঠল। দুর্ভাগ্যজনক এই ঘটনাটি ঘটেছে হায়দরাবাদের ওসমানিয়া জেনারেল হাসপাতালে। তেলঙ্গানার স্বাস্থ্য দফতর এই ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে। হাসপাতাল সুপার ড. বি নগেন্দ্রও বিষয়টি খতিয়ে দেখছেন। তেলঙ্গানার স্বাস্থ্য শিক্ষা বিভাগের ডিরেক্টর ড. কে রমেশ রেড্ডি বলেছেন, ‘ওই তরুণীর পরিবারের লোকজন গতকাল মর্গ থেকে দেহটি নিতে এসে দেখতে পান, ইঁদুর চোখ ও মুখের কিছু অংশ খেয়ে ফেলেছে। তাঁরা হাসপাতাল কর্তৃপক্ষর কাছে অভিযোগ জানান। ওই তরুণীর দেহ ফ্রিজারে রাখা ছিল। মর্গটি অত্যাধুনিক হওয়া সত্ত্বেও কীভাবে এই ঘটনা ঘটল, সেটা জানার জন্য আধিকারিকদের তদন্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। মর্গের ভারপ্রাপ্ত আধিকারিককে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে। আমাদের আসল ঘটনা জানতে হবে এবং ভবিষ্যতে যাতে এর পুনরাবৃত্তি না হয়, সেটা নিশ্চিত করতে হবে।’ আফজলগঞ্জ থানার আধিকারিক পি জ্ঞানেন্ধর বলেছেন, ২১ বছর বয়সি ওই তরুণীর বাড়ি হায়দরাবাদের হবিবনগরে। তিনি সোমবার বাড়িতেই গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন। সেই রাতেই তাঁর দেহ মর্গে নিয়ে যাওয়া হয়। তাঁর পরিবারের লোকজন দেহটি ইঁদুরে খুবলে খাওয়া নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষর কাছে অভিযোগ দায়ের করলেও, পুলিশের কাছে অভিযোগ করেননি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন
POWERED BY
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
খুঁটিনাটি






















