এক্সপ্লোর
Advertisement
ত্র্যম্বকেশ্বর মন্দিরের গর্ভগৃহে ঢুকে পুজো দিলেন মহিলারা
নাসিক: পুলিশি প্রহরায় আজ ত্র্যম্বকেশ্বর মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করলেন চার মহিলা কর্মী। নির্ধারিত পোশাকবিধি মেনেই ভগবান শিবের দর্শন করেন তাঁরা।
ত্র্যম্বকেশ্বর থানার পুলিশ আধিকারিক এইচপি কোলহে জানিয়েছেন, পুণের স্বরাজ্য মহিলা সংগঠনের সক্রিয় কর্মী ভণিতা গুত্তের নেতৃত্বে তিন মহিলা ভোর ছটা নাগাদ মন্দিরের ভিতরে প্রবেশ করেন। পুলিশি পাহারায় পুজো দেন।
গুত্তে জানিয়েছেন, গর্ভগৃহে ঢুকে ভগবান দর্শন ও পুজো দিতে পারায় আমরা খুবই খুশি। পোশাকবিধি মেনেই ভেজা সুতি এবং সিল্কের শাড়ি পরে পুজো দিয়েছি। মন্দিরের পূজারি ও অন্যান্য লোকজনও আমাদের সঙ্গে খুব ভালো ব্যবহার করেছেন।
প্রসঙ্গত, গতকাল ত্রম্বকেশ্বর মন্দিরে গর্ভগৃহে প্রবেশ করার সময় একদল মহিলা আন্দোলনকারীকে হেনস্থা করার অভিযোগ ওঠে ২০০ জনের বিরুদ্ধে। তাঁদের মধ্যে ছিলেন ত্র্যম্বকেশ্বর পুরসভার প্রাক্তন প্রেসিডেন্ট অনাগা পাড়েক। মোট ২৫০ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। তাঁদের মধ্যে ছিলেন মন্দির কর্তৃপক্ষের লোকজন, পুরোহিত এবং কর্মীরা।
এই ঘটনার জেরে ধর্মঘট ডাকে স্থানীয় মানুষজন।
প্রসঙ্গত, কিছুদিন আগেই মহারাষ্ট্রের শনি সিঙ্গনাপুর মন্দিরে মহিলাদের প্রবেশের নিষেধাজ্ঞার নিয়ম তুলে দেওয়া হয়। ৮ এপ্রিল থেকে মহিলাদের জন্য খুলে দেওয়া হয় মন্দিরের দরজা।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
স্বাস্থ্য
জেলার
ক্রিকেট
জেলার
Advertisement