এক্সপ্লোর
মেয়েদের বিয়ের বয়স বাড়িয়ে ১৮ করাতে 'লাভ জেহাদে'র বাড়বাড়ন্ত, বাল্য বিবাহের পক্ষে সওয়াল বিজেপি বিধায়কের

ভোপাল: বিতর্কিত মন্তব্য মধ্যপ্রদেশের বিজেপি বিধায়কের। আগর মালওয়ার বিধায়ক গোপাল পারমার কার্যত বাল্য বিবাহের পক্ষে সওয়াল করে বসলেন। তাঁর বক্তব্য, সরকার যখন থেকে মেয়েদের বিয়ের বয়স বাড়িয়ে ১৮ বছর করেছে, তখন থেকেই মেয়েদের বাড়ি থেকে পালিয়ে গিয়ে বিয়ে করার ঘটনা বেড়েছে এবং 'লাভ জেহাদ' শুরু হয়েছে। বিজেপি বিধায়ক বলেছেন, আগে গ্রামের ছোট ছোট মেয়েদের বিয়ে অল্পবয়সেই হয়ে যেত। এতে তাদের মানসিকতা স্পষ্ট হয়ে যেত। ওই বিয়েগুলি দীর্ঘস্থায়ী হত। আজকাল কারুর বিয়ে সঠিক সময়ে না হলে বয়ে যায় এবং লাভ জেহাদের মতো ঘটনা ঘটে। বিধায়ক আরও বলেছেন, বাড়িতে নজর দেওয়া হয় না যে মেয়েরা কী করছে। টিউশন পড়তে যাচ্ছি বলে কোনও ছেলের সঙ্গে পালিয়ে গেলে মানসম্মান নিয়েই টানাটানি পড়ে যায়। তাই মেয়েরা কোথায় যাচ্ছে, সেই খবর জেনে রাখা প্রয়োজন। এখানেই থামেননি পারমার। তিনি বলেছেন, মেয়ে মায়ের কথা সবচেয়ে মানে। মেয়ে কী করছে, না করছে-সব জানেন মা। তাই লাভ জেহাদের সতর্কতা বজায় রাখার ক্ষেত্রে মায়েদের সবচেয়ে উল্লেখযোগ্য ভূমিকা নিতে হবে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















