এক্সপ্লোর
জঙ্গিদের মদত দেয়, পাকিস্তানে গিয়ে কখনও অনুষ্ঠান করব না:অনুপ জালোটা

ইনদওর: জঙ্গি কার্যকলাপকে সমর্থন করে পাকিস্তান, সেই অভিযোগে কোনও দিন ভারতের এই প্রতিবেশী রাষ্ট্রে গিয়ে গান না গাওয়ার সিদ্ধান্ত বিখ্যাত ভজন গায়ক অনুপ জালোটার। এক বিবৃতি জারি করে শিল্পী জানিয়েছেন, তিনি জীবনে কোনওদিন পাকিস্তানে গিয়ে কখনও কোনও অনুষ্ঠান করবেন না। সেদেশ থেকে লোক ভারতে এসে এখানকার বাসিন্দাদের হত্যা করে যাচ্ছে। তাই পাকিস্তানের বাসিন্দাদের বিনোদন দিতে যাওয়ার কোনও প্রশ্নই ওঠে না। তারসঙ্গে সেখানকার শিল্পী যাঁরা ভারতে আসেন পারফর্ম করতে তাঁদের উদ্দেশ্যে গায়কের বার্তা এখানে গাইতে আসার আগে নিজের প্রশাসকদের বলুন এদেশে সন্ত্রাসবাদী কার্যকলাপ বন্ধ করতে। সেখান থেকে এখানে জঙ্গি পাঠানো এখনই বন্ধ করতে। জালোটা তাঁর সাক্ষাত্কারে বনশালীর ওপর আক্রমণ প্রসঙ্গে বলেন, এধরনের ঘটনা অত্যন্ত নিন্দনীয়। একটা ছবি মুক্তির আগে, তার বিষয় নিয়ে কোনও মত প্রকাশ এবং তারপর ছবির পরিচালকের গায়ে হাত তোলা একটি অপরাধমূলক কাজ।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















