এক্সপ্লোর
Advertisement
কাশ্মীর নয়, শুধু সন্ত্রাস নিয়ে কথা হতে পারে, পাক প্রস্তাবের জবাবে জানাল ভারত
নয়াদিল্লি: পাকিস্তানের সঙ্গে ভারতের কথা হতেই পারে। তবে কাশ্মীর নিয়ে নয়, প্রাসঙ্গিক ও সাম্প্রতিক বিষয় নিয়েই পাকিস্তানের সঙ্গে কথা চায় ভারত। আর এই প্রাসঙ্গিক ও সাম্প্রতিক বিষয় যে সীমান্ত পারের সন্ত্রাস তা স্পষ্টই বুঝিয়ে দিয়েছে নয়াদিল্লি। পাকিস্তানের আলোচনা প্রস্তাবের জবাবে ভারত এ কথা জানালো। বিদেশমন্ত্রকের মুখপাত্র বিকাশ স্বরূপ বলেছেন, ভারত ও পাক সম্পর্কের প্রাসঙ্গিক ও সাম্প্রতিক বিষয়গুলি নিয়ে আলোচনাকে স্বাগত জানাবে ভারত। তবে সন্ত্রাসই হতে হবে সেই আলোচনার মূল বিষয়। পঠানকোট তদন্ত, মুম্বই হামলার বিচারে দেরি, কাশ্মীরে সাম্প্রতিক সন্ত্রাসের মতো বিষয়গুলি নিয়ে পাকিস্তানকে জবাবদিহি করতে হবে।
উল্লেখ্য, পাকিস্তান ইতিমধ্যে জানিয়েছে যে, তারা কাশ্মীর নিয়ে ভারতের সঙ্গে কথা বলতে চায় তারা। এর জবাবে বিকাশ স্বরূপ বলেছেন, এর আগে পাকিস্তানকে সীমান্ত পারের সন্ত্রাসে মদত এবং জঙ্গিদের অনুপ্রবেশ বন্ধ করতে হবে।
উল্লেখ্য, গত জানুয়ারিতে পঠানকোটে বায়ুসেনা ঘাঁটিতে জঙ্গি হামলার পর ভারত পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা বন্ধ করেছে। পাক জঙ্গি সংগঠন জৈশ-ই-মহম্মদ ওই হামলা চালায় বলে ভারত জানিয়েছে।
পাকিস্তান যে আলোচনার প্রস্তাব দিয়েছে তার প্রতিক্রিয়া দিতে গিয়ে বিদেশ মন্ত্রকের মুখপাত্র কাশ্মীরের নাম উল্লেখও করেননি। তিনি বলেছেন, বাহাদুর আলির মতো জঙ্গিদের ভারতে পাঠানো বন্ধ করতে হবে পাকিস্তানকে। উল্লেখ্য, কাশ্মীরের কুপওয়ারায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলি বিনিময়ের সময় ধরা পড়েছিল বাহাদুর আলি। সে স্বীকারোক্তিতে জানিয়েছে, ভারত-বিরোধী সন্ত্রাসবাদী কার্যকলাপে মদত দিচ্ছে পাকিস্তান।
বিকাশ স্বরূপ বলেছেন, হাফিজ সইদ ও সৈয়দ সালাহউদ্দিনের মতো জঙ্গিদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে পাকিস্তানকে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement