আজ ৪৮ তম জন্মদিন যোগী আদিত্যনাথের, শুভেচ্ছা প্রধানমন্ত্রীর
কোনও আড়ম্বর ছাড়াই ৪৮ তম জন্মদিন পালন করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সকালে তাঁকে ফোন করে জন্মদিনের শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একইসঙ্গে ট্যুইট করেও তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি লিখেছেন, ‘উত্তরপ্রদেশের উদ্যমী ও পরিশ্রমী মুখ্যমন্ত্রী শ্রী যোগী আদিত্যনাথজীকে জন্মদিনের শুভেচ্ছা। তাঁর নেতৃত্বে রাজ্যের সমস্ত ক্ষেত্রেই নতুন উচ্চতায় আরোহন করছে’।
লখনউ: কোনও আড়ম্বর ছাড়াই ৪৮ তম জন্মদিন পালন করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সকালে তাঁকে ফোন করে জন্মদিনের শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একইসঙ্গে ট্যুইট করেও তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি লিখেছেন, ‘উত্তরপ্রদেশের উদ্যমী ও পরিশ্রমী মুখ্যমন্ত্রী শ্রী যোগী আদিত্যনাথজীকে জন্মদিনের শুভেচ্ছা। তাঁর নেতৃত্বে রাজ্যের সমস্ত ক্ষেত্রেই নতুন উচ্চতায় আরোহন করছে’।
বিজেপি সভাপতি জেপি নাড্ডা ট্যুইট করে আদিত্যনাথের উত্তরপ্রদেশের উন্নয়নে আত্মনিবেদন ও দৃঢ় মনোভাবের প্রশংসা করেছেন।
স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহও আদিত্যনাথতে জন্মদিনের শুভকামনা জানিয়েছেন।
আজ বিশ্ব পরিবেশ দিবস। এমন একটি দিনে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর জন্মদিন। এদিন তিনি তাঁর সরকারি বাসভবনে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে বৃক্ষরোপন করেছেন।
রাজ্যের বিভিন্ন মন্ত্রী ও বিধায়করাও মুখ্যমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন।
আদিত্যনাথের জন্ম ১৯৭২-এর ৫ জুন। তাঁর প্রকৃত নাম অজয় সিংহ বিশত। উত্তরাখণ্ডের পৌরি গারওয়ালের পঞ্চুর গ্রামে তাঁর জন্ম। অযোধ্যা মন্দির আন্দোলনে যোগ দিতে নব্বইয়ের দশকের গোড়ায় তিনি বাড়ি ছেড়েছিলেন। ওই সময়ই গোরক্ষনাথ মঠের প্রধান মহান্ত অভৈদ্যনাথের সংস্পর্শে আসেন এবং তাঁর শিষ্য হন। এরপর তার নামকরণ করা হয়, যোগী আদিত্যনাথ। মহান্ত অভৈদ্যনাথের উত্তরসূরী হিসেবে তাঁকেই বেছে নেওয়া হয়।
১৯৯৮-এ ২৬ বছর বয়সে সবচেয়ে কনিষ্ঠ হিসেবে লোকসভা সদস্য নির্বাচিত হন আদিত্যনাথ। গোরক্ষপুর লোকসভা আসন থেকে পরপর পাঁচবার জয়ী হন তিনি। ২০১৭-তে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে কার্যভার গ্রহণ করেন আদিত্যনাথ।