জাকির নায়েকের স্কুল অবৈধ, জানাল মুম্বই পুরসভা
মুম্বই: বিতর্কিত ধর্মপ্রচারক জাকির নায়েকের ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুলকে (আইআইএস) বেআইনি ঘোষণা করল মুম্বই পুরসভা।
পুরসভার শিক্ষা দফতর জানিয়েছে, দক্ষিণ মুম্বইতে অবস্থিত ওই স্কুলটি অনুমতি ছাড়াই চলছে। এই মর্মে গতকালই স্কুলকে নোটিস পাঠানো হয় পুরসভার তরফে।
সেখানে বলা হয়, স্থানীয় প্রশাসনের নো-অবজেকশন সার্টিফিকেট ছাড়া কোনও স্কুল চলতে পারে না। অভিভাবকদের নির্দেশ দেওয়া হয়েছে, তাঁরা যেন ছেলেমেয়েদের স্কুলে না পাঠান।
এদিকে, নোটিশ পাঠিয়ে বন্ধ করার জন্য প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভে সোচ্চার হন এই স্কুলের অন্যতম পৃষ্ঠপোষক তথা সমাজবাদী পার্টি বিধায়ক আবু আসিম আজমি। তাঁর দাবি, প্রতিষ্ঠানকে হেনস্থা করার একটা চক্রান্ত চলছে।
তিনি বলেন, আমি কোনও বিতর্ক চাই না। আমি বা শিক্ষা দফতর-- কেউই ছাত্রদের ভবিষ্যৎ বিপন্ন করতে চায় না। আমি স্কুল পরিচালন কমিটিকে নির্দেশ দিয়েছি, শিক্ষা দফতরের সঙ্গে কথা বলে সব প্রয়োজনীয় অনুমতি নিতে।
প্রসঙ্গত, গতবছরের নভেম্বরে জাকির নায়েকের সংস্থা ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন (আইআরএফ)-কে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ করে কেন্দ্র। তার পরের মাসে, মহারাষ্ট্র সরকার ঘোষণা করে, আইআরএফ পরিচালিত এই স্কুলকে বন্ধ করতে হবে। না হলে, মালিকানা হস্তান্তর করতে হবে।
এরপরই, আবু আজমি পড়ুয়াদের ভবিষ্যতের কথা ভেবে স্কুল কেনার ইচ্ছাপ্রকাশ করেন। মহারাষ্ট্র সরকারের অনুমতি নিয়ে তিনি স্কুলের দায়িত্ব নেন। স্কুলে নার্সারি থেকে দশম শ্রেণি পর্যন্ত পঠনপাঠন হয়। পড়ুয়ার সংখ্যা ১৩৫।