(Source: ECI/ABP News/ABP Majha)
Nepal Plane Crash: এয়ার ট্রাফিক কন্ট্রোলারের সিগনাল পেয়েই দ্রুত নেমে আসে বিমান, দুর্ঘটনার পর উঠে আসছে তথ্য
Nepal Aircraft Crash: এদিন সকাল ১০টা ৩২-এ কাঠমাণ্ডু থেকে ওড়ে পোখরাগামী বিমানটি। জানা যায়, অবতরণের দশ সেকেন্ড আগে দুর্ঘটনার কবলে পড়ে বিমানটি।
কাঠমান্ডু: নেপালে (Nepal) ভয়াবহ বিমান (Flight) দুর্ঘটনা (Accident)। যার জেরে এখনও পর্যন্ত ৬৮ জনের দেহ উদ্ধার হয়েছে। মাঝ আকাশে যখন ছিল বিমানটি, সেই সময়ই বিমানে আগুন লাগে। বিমানে ৫ ভারতীয়-সহ ১৫ জন বিদেশি ছিলেন। ২ জনকে সঙ্কটজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। ৭২ আসনের ইয়েতি এয়ারলাইন্সের বিমানটিতে ৬৮ জন যাত্রী ছাড়াও ৪ জন মেম্বার ছিলেন। যাত্রীদের মধ্যে ২টি শিশুও ছিল।
প্রসঙ্গত, এদিন সকাল ১০টা ৩২-এ কাঠমাণ্ডু থেকে ওড়ে পোখরাগামী বিমানটি। জানা যায়, অবতরণের দশ সেকেন্ড আগে দুর্ঘটনার কবলে পড়ে বিমানটি। সেইসময় বিমানটি ৩২ হাজার ফুট ওপরে ছিল। বিমান চালক ATC-র সিগনাল পাওয়ার পর, বিমানটি আচমকা দ্রুত গতিতে নীচে নেমে আসে। ভেঙে পড়ার পর বিমানে আগুন ধরে যায়, এখনও পর্যন্ত এমনটাই জানা গিয়েছে।
#WATCH | Visual from Nepal's Pokhara International Airport where a passenger aircraft crashed earlier today. pic.twitter.com/C8XHL9f7Lu
— ANI (@ANI) January 15, 2023
দুর্ঘটনার খবর পেয়ে কাঠমাণ্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরের কন্ট্রোল রুমে যান নেপালের প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী। পোখরা বিমানবন্দর থেকে উড়ান পরিষেবা বন্ধ রাখা হয়েছে বর্তমানে। দুর্ঘটনার তদন্তে ৫ সদস্যের তদন্ত কমিটি তৈরি করা হয়েছে। প্রসঙ্গত, সপ্তাহ দুয়েক আগে, গত ১ জানুয়ারি চিনা সহায়তায় তৈরি পোখরা বিমানবন্দরটির উদ্বোধন হয়। উদ্বোধন করেন নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দহল।
আরও পড়ুন, অবতরণের আগেই মর্মান্তিক পরিণতি ! নেপালে দুর্ঘটনাগ্রস্ত বিমানে একাধিক ভারতীয়
নেপালের ভারতীয় দূতাবাস হেল্প লাইন নম্বর চালু করেছে।
কাঠমাণ্ডুর হেল্প লাইন নম্বর হল 977-9851107021
এবং পোখরার হেল্প লাইন নম্বর 977-9856037699।