Nepal Unrest: বৃদ্ধ শরীরে দৌড় নেপালের অর্থমন্ত্রীর, হঠাৎই উড়ে এসে লাথি তরুণের, ভিড় টেনে নিয়ে গেল গলিতে…
Nepal Viral Video: সোশ্যাল মিডিয়ায় সেই দৃশ্য সামনে এসেছে।

কাঠমান্ডু: ভাঙচুর, অগ্নিসংযোগ এখনও চলছে। রাস্তায় তরুণদের হাতে দেখা যাচ্ছে আগ্নেয়াস্ত্র। এসবের মধ্যেই নেপালের রাস্তায় ভয়ঙ্কর দৃশ্য। বিক্ষোভকারীদের তাড়া খেয়ে দৌড়তে দেখা গেল দেশের অর্থমন্ত্রীকে। তবে পালিয়েগা বাঁচাতে পারলেন না তিনি। বরং বেধড়ক মার খেতে হল তাঁকে। চারিদিক থেকে উড়ে এল কিল, চড়, লাথি। মূল রাস্তা থেকে সরিয়ে নিয়ে যাওয়া হল গলিতে। এখন কী অবস্থায় রয়েছে তাঁকে, তিনি কী অবস্থায় আছেন, তা স্পষ্ট নয়। (Nepal Unrest)
সোশ্যাল মিডিয়ায় সেই দৃশ্য সামনে এসেছে। দেখা গিয়েছে, হঠাৎই বিক্ষোভকারীদের মাঝে পড়ে যান দেশের অর্থমন্ত্রী, ৬৫ বছর বয়সি বিষ্ণুপ্রসাদ পৌড়েল। প্রাণভয়ে কাঠমান্ডুর রাস্তায় দৌড়তে শুরু করেন তিনি। তাঁকে ধাওয়া করতে শুরু করে একদল তরুণ বিক্ষোভকারী। উল্টোদিক থেকে হঠাৎই বিষ্ণুপ্রসাদের সামনে লাফিয়ে হাজির হয় একজন। উড়ে এসে সটান লাথি কষিয়ে দেয় সে। (Nepal Viral Video)
অতর্কিতে এমন হামলায় টাল সামলাতে পারেননি বিষ্ণুপ্রসাদ। লাল রংয়ের একটি বাড়ির দেওয়ালে ধাক্কা খেয়ে মাটিতে পড়ে যান তিনি। কোনও রকমে উঠে ফের দৌড়তে শুরু করেন। কিন্তু তত ক্ষণে পায়ে আর বল পাচ্ছিলেন না। টলতে টলতে এগোচ্ছিলেন। সেই সময় পিছন থেকে ঘাড় চেপে ধরে একজন। বিষ্ণুপ্রসাদকে ঠেলতে ঠেলতে মূল রাস্তা থেকে একটি গলির মধ্যে নিয়ে ঢুকে যায় বেশ কয়েক জন। শেষ পর্যন্ত কী হল বিষ্ণুপ্রসাদের, এখনও পর্যন্ত তা জানা যায়নি।
Finance minister of NEPAL got an unexpected kick from common people of Nepal. pic.twitter.com/NrcCf7Vxrl
— non aesthetic things (@PicturesFoIder) September 9, 2025
সোমবারের পর মঙ্গলবারও সকাল থেকে উত্তপ্ত নেপাল। প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছেন কেপি শর্মা ওলি। রাষ্ট্রপতির পদ ছেড়েছেন রামচন্দ্র পৌড়েল। কিন্তু তার পরও শান্ত হয়নি পরিস্থিতি। বরং ওলির বাসভবনে আগুন ধরানো হয়েছে। আগুন ধরানো হয়েছে রামচন্দ্রের দফতরেও। আক্রান্ত নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী শের বাহাদুর দেওবা। তাঁর বাড়িতেও ভাঙচুর, হামলা বিক্ষোভকারীদের। জনরোষের হাত থেকে রেহাই পেলেন না প্রাক্তন প্রধানমন্ত্রী, নেপাল কংগ্রেসের নেতা শের বাহাদুরের স্ত্রী ও বিদেশমন্ত্রী আর্জু রানা দেওবা।
জানা যাচ্ছে, দেশে ছেড়ে পালাতে পারেন ওলি। তাই ভৈরহয়া বিমানবন্দর ঘিরে ফেলেছেন বিক্ষোভকারীরা। অস্ত্র নিয়ে রাস্তায় উল্লাস করতে দেখা গিয়েছে বিক্ষোভকারীদের। নেপালের পরিস্থিতি কখন নিয়ন্ত্রণে আসবে, এখনও পর্যন্ত তা স্পষ্ট নয়।






















