Nepal Protest Live Updates: নেপালে নতুন সরকার গঠনে তৎপরতা তুঙ্গে, উঠে আসছে একাধিক নাম
Nepal Protest: নেপালে নামল সেনা, তাও এভারেস্টের দেশে চরম অরাজকতা।
LIVE

Background
কলকাতা: বাংলাদেশের পথেই নেপাল, গণঅভ্যুত্থানের পর চরম নৈরাজ্য। অশান্ত নেপাল, অনির্দিষ্টকালের জন্য বন্ধ কাঠমাণ্ডু বিমানবন্দর। নেপাল জুড়ে বেলাগাম তাণ্ডব, হোটেলে আগুন-শপিং মল লুঠ! নেপাল পার্লামেন্ট, সুপ্রিম কোর্টের পরে পশুপতিনাথ মন্দিরেও হামলা!
পশুপতিনাথ মন্দিরে হামলা, বন্ধ করে এলাকা ঘিরল সেনাবাহিনী। নেপালের একের পর এক জেল ভেঙে উধাও কয়েদিরা। জলেশ্বরের জেল ভেঙে ৯০০ বন্দি উধাও। দিল্লি বাজার জেল ভাঙার চেষ্টা বন্দিদের। রক্সৌল সীমান্তের ওপারে বীরগঞ্জে জেল ভাঙার চেষ্টা, গুলি। লুম্বিনি: কোর্ট থেকে একের পর এক সরকারি অফিসে আগুন। গণ্ডকি প্রদেশ: কোর্ট, পুলিশের সদর কার্যালয় থেকে সরকারি অফিসে হামলা। কারনালি: বীরেন্দ্রনগরে মুখ্যমন্ত্রীর বাসভবন ও বীরেন্দ্রনগর পুর ভবনেও আগুন।
নেপালে নামল সেনা, তাও এভারেস্টের দেশে চরম অরাজকতা। নেপালের প্রধানমন্ত্রী ওলি-র পদত্যাগের পরেও থামছে না হিংসা! কাঠমাণ্ডুতে ফের রাস্তায় নেমে প্রতিবাদ-বিক্ষোভ। বিক্ষোভকারীদের ঘিরে রেখেছে নেপাল সেনাবাহিনী। আজ বিকেল ৫ পর্যন্ত কার্ফু জারি, রাতে শিথিল, জানাল সেনা। আগামীকাল সকাল ৬ থেকে সন্ধে ৬ পর্যন্ত ফের কার্ফু, বিবৃতি নেপাল সেনার। প্রধানমন্ত্রীর বাসভবন, দফতর, একাধিক মন্ত্রীর বাড়িতে আগুন। গতরাত থেকে নিরাপত্তার দায়িত্ব তুলে নিয়েছে সেনা। শান্তি বজায় রাখার জন্য আন্দোলনকারীদের কাছে আবেদন সেনাপ্রধানের। বন্ধ নেপালের শেয়ার বাজার, নির্দেশিকা নেপাল স্টক এক্সচেঞ্জের। বিশ্ববিখ্যাত পশুপতিনাথ মন্দিরে লুঠপাট, ভাঙচুরের চেষ্টা, নতুন করে অশান্তি। মন্দিরের নিরাপত্তার খাতিরে এলাকা ঘিরল সেনাবাহিনী। নিরাপত্তার স্বার্থে দর্শনার্থীদের জন্য বন্ধ হল পশুপতিনাথ মন্দিরের দরজা। নেপালে প্রাক্তন প্রধানমন্ত্রীকে মারধর, স্ত্রীকে পুড়িয়ে খুন, উপপ্রধানমন্ত্রীকে রাস্তায় বের করে লাথি। নেপালে নৈরাজ্য নিয়ে সরব মুখ্যমন্ত্রী।
বাংলাদেশের পথেই নেপাল, কাঠমাণ্ডুতেই জেল ভাঙার চেষ্টা! কাঠমাণ্ডুর দিল্লিবাজার জেল থেকে পালানোর চেষ্টা কয়েদিদের। দিল্লিবাজার জেলের বাইরে মোতায়েন সেনাবাহিনী, কয়েদিদের সঙ্গে কথা।
অন্যদিকে, গান্ধী মূর্তির পাদদেশে প্রাক্তন সেনাকর্মীদের অবস্থানে হাইকোর্টের অনুমতি। সেনা নিয়ে মুখ্যমন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে প্রাক্তন সেনাকর্মীদের অবস্থান। কাল বেলা ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। ২২৫জনকে নিয়ে অবস্থানে সম্মতি। 'অবস্থান-বিক্ষোভে থাকতে পারবেন না কোনও বিজেপি নেতা। অবস্থান-বিক্ষোভে যোগ দিতে পারবেন শুধুমাত্র প্রাক্তন সেনাকর্মীরাই', একটি লাউড স্পিকার, হ্যান্ড মাইক নিয়ে অবস্থান-বিক্ষোভে অনুমতি। প্রাক্তন সেনাকর্মীদের বিকল্প জায়গায় অবস্থানের প্রস্তাব রাজ্য সরকারের। রাজ্য সরকারের প্রস্তাবের বিরুদ্ধে হাইকোর্টের দ্বারস্থ সেনাকর্মীদের সংগঠন। পুলিশের বিকল্প জায়গার প্রস্তাবে আপত্তি জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ সেনাকর্মীদের সংগঠন।
Kolkata Metro: মঙ্গলবার চিনের দালিয়ান থেকে কলকাতায় পৌঁছল মেট্রোর ১৬টি নতুন কোচ
মঙ্গলবার চিনের দালিয়ান থেকে কলকাতায় পৌঁছল মেট্রোর ১৬টি নতুন কোচ। দালিয়ান লোকোমোটিভ অ্যান্ড রোলিং স্টক কোম্পানিকে কোচ তৈরির বরাত দিয়েছিল পূর্ব রেলওয়ে। এ পর্যন্ত মোট ৪৮টি মেট্রো কোচ আনা হয়েছে কলকাতায়।
Nepal News: উত্তাল নেপাল, পুজোর আগেই বড়সড় প্রভাব পড়তে চলেছে পর্যটনে
ট্রেকিং, হাইকিং, পাহাড় প্রেমী কিংবা ইতিহাসপ্রেমী, সকলের জন্যই আদর্শ ডেস্টিনেশন নেপাল। সেই নেপালই এখন উত্তাল। পুজোর আগে যার বড়সড় প্রভাব পড়তে চলেছে পর্যটনে। দুঃশ্চিন্তায় পর্যটন ব্যবসায়ীরা।






















